পুলিশের নজর এড়াতে অভিনব কায়দায় চলছিল কয়লা পাচার। ট্রাক বা গাড়িতে করে নয়, একেবারে বাইকে ক🤪রে পাচার করা হচ্ছিল কয়লা। জঙ্গলের কাঁচা রাস্তা দিয়ে চলছিল কয়লা পাচার। কিন্তু, শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারীরা। ঘটনাটি বীরভূমের সদাইপুর এলাকার। অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে কয়লা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সদাইপুর এলাকায় জঙ্গলের কাঁচা রꦬাস্তা দিয়ে বেশ কয়েকটি বাইকে করে প্রচুর পরিমাণ কয়লা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। সব মিলিয়ে ৯টি বাইকে করে বস্তা ভর্তি কয়লা পাচার করা হচ্ছিল। সেই খবর পেয়ে পুলিশ ওই জঙ্গলের ভিতরে হানা দেয়। পুলিশকে দেখে পাচারকারীরা বাইক ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তার মধ্যে দুজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ধৃতদের নাম হল শেখ মোর্তজা এবং শেখ আবুবক্কর। পুলিশ জানিয়েছে, ৯টি বাইকে করে ৪৫ কুইন্টাল কয়লা পাচার করা হচ্ছিল কয়লা। ধৃত দুজনেই দুবরাজপুরের পাকুরিয়া গ্রামের বাসিন্দা💜। এক একটি বাইকে প্রায় ৫ কুইন্টাল করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ বাইক আটক করার পাশাপাশি কয়লাও বাজেয়াপ্ত করেছে।
কোথায় থেকে কয়লা নিয়ে আসা হয়েছিল? কোথায় কয়লা পাচারের কথা ছিল? এছাড়াও, কয়লা পাচারেরꦍ সঙ্গে আরও কারা জড়িত রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, রবিবার ভোর রাতে আরও একটি জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ৭টি অবৈধ পয়লা বোঝাই বাইক আটক করেছে। এই ঘটনাটি সদাইপুর থানা এলাকার। সে ক্ষেত্রে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বাকিরা এলাকা থেকে পালিয়ে যায়। সাতটি বাইকে করে ৩৫ কুইন্টাল কয়লা পাচার করা হচ্ছিল। বাইক আটক করার পাশাপাশি পুলিশ কয়লা বাজেয়াপ্ত করেছে। দুটি ক্ষেত্রে একই জায়গায় কয়লা পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ধৃতরা জেরায় শিকার করেছে পুলিশের নজর এড়ানোর জন্যই তারা বাইকে করে কয়লা পাচারের রাস্তা বেছে নিয়েছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করা༺র লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup