পঞ্চায়েত নির্বাচনের আগে আবার রাজ্যে উদ্ধার নগদ টাকা। এই ঘটনায় জোর আলোড়ন পড়েꦜ গিয়েছে। এই বেহিসেবি টাকার মেলার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিꦺবার গভীর রাতে বারুইপুর–আমতলা রোডের টংতলা এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। সেখানে সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তখন কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৮৮ হাজার টাকা।
ঠিক কী ঘটেছে বারুইপুরে? স্থানীয় সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকা পাচারের উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছিল। সেটাই জানতে পেরে যায় বারুইপুর থানার পুলিশ। তারপর উদ্ধার করা হয় লক্ষাধিক টাকা𝓡। তবে কোথা থেকে এত টাকা এল? কী কারণে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? তার সদুত্তর মেলেনি। আর তাই গাড়ি চালক এবং আরোহীকে গ্রেফতার করে বারুইপু🐼র থানার পুলিশ।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে বারুইপুর টংতলাতে নাকা তল্লাশি চালাবার সময় একটি ভাড়া গাড়িকে আটক করা হয়েছিল। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ🔥। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অভিজিৎ নস্কর এবং নবীন কুমার সিংকে। নবীন কুমꦺার সিংয়ের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে ৪ লক্ষ ৮৮ হাজার টাকা। এই টাকা পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। চলছে দফায় দফায় জেরা।
আর কী🗹 জানা যাচ্ছে? এই টাকা তারা কোথা থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার ঠিকঠাক উত্তর পুলিশকে দেয়নি। তখন তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে ৩৭৯ ও ৪১১ আইপিসি ধারায় মামলার দায়ের করেছে পুলিশ। ধৃতদের আজ, রবিবার বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ।