কম্বল বিতরণের অনুষ্ঠানে গিয়ে আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তিনজনের। এই বিপর্যয়ের দায় কার তা নিয়ে নানা চাপানউতোর চলেছে। এবার সেই ঘটনায় অনুষ্ঠানের অনুষ্ঠানের অন্যতম আয়োজক তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে নোটিশ পাঠাল পুলিশ। তবে এদিন পুলিশ যখন নোটিশ দিতে গিয়েছিল তখন বাড়়িতে কেউ ছিল না বলে খবর। সেকারণে বাড়ির বাইরে নোটিশ লটকে দেয় পুলিশ। আসানসোল উত্তর থানার পুলিশ ২৭ নম্বর ওয়ার্ডের ⛎বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকেও জেরা করতে চায়। যাবতীয় নথি নিয়ে হাজির হওয়ার 🥂জন্য় বলা হয়েছে।
তবে ইতিমধ্যেই আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েꦍছেন, তাঁর স্ত্রী অসুস্থ। সেদিনের ঘটনায় যে কিশোরী মারা গিয়🤡েছিল সে চৈতালি তিওয়ারির খুব কাছের ছিল। তার মৃত্য়ুর পরেই ভেঙে পড়েছেন কাউন্সিলর।
সেক্ষেত্🌞রে এবার জিতেন্দ্র জায়া কবে থানায় দেখা করেন সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল।এদিকে আসানসোলে কম্বল নিতে গিয়ে তিনজনের মৃত্য়ুকে ঘিরে রাজনীতির আঙিনায় ইত🃏িমধ্যেই নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। ঠিক কী হয়েছিল সেদিন?
গত ১৪ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতেই তুমুল বিඣপর্যয় নেমে ♍আসে। প্রায় ৫ হাজার কম্বল বিতরণের কথা ছিল সেদিন। কিন্তু প্রচুর মানুষ সেদিন জড়ো হয়ে গিয়েছিল। কম্বল নিতে গিয়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে এক কিশোরী সহ তিনজনের মৃত্যু হয়। এবার সেই মৃত্য়ুর ঘটনায় বিজেপি নেত্রীকে ডেকে পাঠাল পুলিশ।