রানাঘাটে গয়নার দোকান সেনকো গোল্ডেরꦡ শাখায় ডাকাতির ঘটনায় জড়িত বিহারের গ্যাং। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানালেন ডিআইজি রশিদ মুনির 🐟খান। এদিন উদ্ধার হওয়া গয়না সাংবাদিকদের দেখায় পুলিশ। ঘটনায় ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বুধবার আদালতে পেশ করা হবে।
এদিন♒ সা🥃ংবাদিক বৈঠকে ডিআইজির সঙ্গে ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, রেইকি করে ডাকাতি হয়েছে রানাঘাটে। বিহারের বাসিন্দা এক ব্যক্তি প্রথমে শো রুম রেইকি করেন। তার পর ফোন করে ডাকেন বাকিদের। ডাকাতি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় ২ জন। তারা বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ২ টি মোটরসাইকেল, বেশ কয়েকটি নম্বর প্লেট ও ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টের কিছু পরে রানাঘাটের চাবিগেটের কাছে সেনকো গোল্ডের শো রুমে হানা দেয় ডাক﷽াতদল। প্রথমে ২ ডাকাত ঢুকে সবাইকে মোবাইল ফোন দিয়ে দিতে বলে। তার পর আরও কয়েকজন ডাকাত ঢোকে। সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। প্রায় ২০ মিনিট ধরে লুটপাট চালায় তারা। এর মধ্যে সেখানে চলে আসে পুলিশ। ওডাকাতি করে পালানোর সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবৃষ্টি হয়। তাতে ২ ডাকাতের পায়ে গুলি লাগে।