লজ্জা ঢাকতে যেন চ্যালেঞ্জ নিয়ে ফেলেছিলেন পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা। তাই দুর্ঘটনার ২ মাসের মধ্ꦿযে ফের চালু হয়ে গেল বর্ধমান স্টেশনের গাড়ি বারান্দা সংলগ্ন ফটক। গত ৪ জানুয়ারি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেশনের একাংশ। ঘটনায় মৃত্যু হয় ১ জনের। বিভাগের ব্যস্ততম একটি স্টেশনে এমন দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল পূর্ব রেলের ইঞ্জিনিয়া🔯রিং বিভাগ। ২ মাসের মধ্যে স্টেশন পুরনো অবস্থায় ফিরিয়ে সেই কালি মুছল তারা।
বর্ধমান স্টেশন ⛦ভবনের বয়স ১০০ বছরের বেশি। সেই ভবনেরই একাংশ গত ৪ জানুয়ারি সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে আহত হন কয়েকজন। তার মধ্যে মৃত্যু হয় ১ জনের। দিনটা শনিবার না হ💎লে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত বলে নিশ্চিত ছিলেন প্রায় সবাই।
ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ভবনটির ওই অংশ পুনর্নির্মাণে নামেন পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা। ভাঙা হয় ভবনের বিপদজনক অংশ। তৈরি হয় নতুন✤ নকসা। সেই নকসা অনুসারে ২ মাসের মধ্যেই নতুন গাড়ি বারান্দা তৈরি করে ফেলেছে পূর্ব রেল। ভবনের মাথার ওপর ফের ফুটে উঠছে ‘বর্ধমান’ লেখাটি। সামনে জ্বলজ্বল করছে পূর্ব রেল।