সুকান্ত মজুমদারের পর রিষড়া হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হুগলির সা🐠ংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকাল পুলিশ। মঙ্গলবার বিকেলে ট্রেনে করে রিষড়া স্টেশন পৌঁছন লকেট। সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মেই তাঁকে ঘিরে ধরেন পুলিশকর🐽্মীরা। এর পর পুলিশকর্মীদের সঙ্গে লকেটের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
এদিন পুলিশের বাধা এড়িয়ে বালি স্টেশন থেকে ট্রেনে করে রিষড়া স্টেশনে পৌঁছন লকেট। রিষড়া স্টেশনে নামতেই তাঁকে ঘিরে ধরে পুলিশ। জানায় এগোতে দেওয়া যাবে না তাঁকে। এর পর উপস্থিত পুলিশকর্মীদের একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন লকেট। জানতে চান, কী করে রেলের এলাকায় রাজ্য পুলিশ ১৪৪ ধারা জারি করল। মসজিদের ওপর থেকে যারা পাথর ছুড়েছিল তারা 𝔉কেন এখনও গ্রেফতার হয়নি। তারা ঘুরে বেড়ালে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না, কিন্তু তিনি আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেই আইন শৃঙ্খলার অবনতি হবে এই যুক্তি কি গ্রহণযোগ্য? তার পরও পুলিশ লকেটকে এগোতে না দেওয়ায় রিষড়া স্টেশনের প্ল্যাটফর্মেই অবস্থানে বসেন তিনি।
এদিন একই ভাবে ডানকুনি থানা এলাকায় দিল্লি রোডের ওপর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুম🎉দারকে আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থানে বসেছেন সুকান্তবাবু ও জ্যোতির্ময় সিং মাহাতো।