দাঙ্গা রুখতে না পেরে এবার রিষড়ায় সংবাদমাধ্যমকে রুখল পুলিশ। মঙ্গলবার দুপুরে🐷 রাজ্যপালের কনভয়ের সঙ্গে থাকা সংবাদমাধ্যমের একাধিক গাড়ি আটকে দেয় পুলিশ। যদিও ২ দিন ধরে দাঙ্গাকারীদের আটকাতে পারেনি তারা। সোমবার রাতে দাঙ্গাকারীদের তাণ্ডবে দীর্ঘক্ষণ বন্ধ থাকে হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল। যার জেরে ভোগা🍌ন্তি পোহাতে হয় লক্ষ লক্ষ যাত্রীকে।
মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই রিষড়ায় দাঙ্গা কবলিত এলাকায় যান রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে ছিল সংবাদমাধ্যমের একাধিক গাড়ি। কয়েকটি গাড়িকে রাজ্যপাল𓆏ের গাড়ির সঙ্গে যেতে দেওয়া হলেও অন্য গাড়িগুলিকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়।
সাংবাদিকরা গাড়ি থেকে আটকে উপস্থিত পুলিশ আধিকারিককে বাধাদানের কারণ জানতে চাইলে তিনি বলেন ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু ১৪৪ ধারা সংবাদমাধ্যমের ওপর কী করে লাগু হয় সেই প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বারবার মুখ লুকাতে দেখা যায় সেই পুলিশ আধিকারিককে। তার পর তিনি জানান, সংবাদমাধ্যমের গাড়ি পরীক্ষা করে তার পর তাদ♈ের✤ যেতে দেওয়া হবে।
গাড়ি নিয়ে উপদ্রুত এলাকায় ঢুকতে দেওয়ার দাবিতে পুলিশ আধিকারিকদের লাগাতার চাপ দিতে থাকেন সাংবাদিকরা। চাপের মুখে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন অন্য পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমের গাড়িগুলি ছেড়ে দেন তাঁরা। পুলিশি হয়রানির জেরে রাজ্যপালের কনভয়ের থেকে বেশ🐎 খানিকটা পিছিয়ে পড়ে সংবাদমাধ্যমের গাড়িগুলি।