পশ্চিমবঙ্গে ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে এই বিনিয়োগ তারা করতে চাইছে। উল্লেখ্য, এই নিফা গোষ্ঠী আদতে ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে তা রফতানি করে থাকে। সংস্থার দাবি, বর্তমানে তারা বিশ্বের ৩০টি দেশে তাদের তৈরি ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি করে থাকে। এবার সেই ইঞ্জিনিয়ারিং পণ্যের উৎপাদন দ্বিগুণ করতে চাইছে তারা। এই কারণেই রাজ্যে বড় মাপের লগ্নির পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। এই সংস্থার উৎপাদিত পণ্যের মধ্যে আছে বন্দে ভারত ট্রেনের জন্য চাকা ও অ্যাক্সেল। তবে নতুন কারখানায় কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থা। (আরও পড়ুন: 'একটু জ্বর হꦓলেই...', হিউম্যান মেটানিউমোভাইরাস শঙ্কার মাঝে এবার বিস্ফোরক মমতা)
আরও পডু়ন: কল্যাণী এক্♛সপ্রেসওয়ের সඣাথে মিলবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কতদূর হল কাজ?
আরও পড়ুন: সঞ্জয়কে বাঁচাতে ‘খেলা...’ꦛ? আরজি কর কাণ্ডে🐻 এবার বিস্ফোরক তৃণমূল নেতা
উল্লেখ্য, বিশ্বের নতুন নতুন বাজারে প্রবেশ করতে চাইছে নিফা। এই আবহে রাজ্যে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে তারা। এখন এই সংস্থার অধীনে কাজ করেন ২ হাজার কর্মী। আর আগামী তিন বছরে সংস্থার সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে আরও প্রায় ৩ হাজার জন নতুন করে চাকরি পেতে পারবেন এখানে। জানা গিয়েছে, নিজেদের সম্প্রসারণে এক মার্কিন সংস্থা অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে নিফা গোষ্ঠীর। এরই সঙ্গে বাংলায় বিপুল লগ্নির পরিকল্পনার জন্যে পরিকল্পনা করেছে তারা। (আরও পড়ুন: সোমনাথের স্থানে এবার ইসরো প্রধান হচ্ছেন নারায়ণন, এই বিশিষ্ট💖 বিজ্ঞানী কে?)
আরও পড়ুন: হলুদ ট্য♏াক্সি নামক 'নস্টালজিয়া' বাঁচিয়ে রাখতে সংগঠনের সঙ্গে বৈঠক, মন্ত্রী বললেন…
আরও পড়ুন: কুলতলি থেকে মাকড়ি নদী পে💟রিয়েছে বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল এবার কোন পথে?
সম্প্রতি নিফা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত জিডি শাহের জীবনী সংক্রাম্ত বই প্রকাশ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিফা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান এমসি শাহ। এই সংস্থার বয়স ৬৫ বছর পূর্ণ করেছে। এখন ডানকুনি এবং চন্দননগরে তাঁদের দু'টো কারখানা রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি বেশি বরাত পেতে শুরু করেছে তারা। সেই চাহিদা মেটাতে উৎপাদন ক্ষমতা বদ্ধির দিকে নজর দিয়েছে নিফা। সংস্থার প্রধান জানিয়েছেন, মোট উৎপাদিত পণ্যের ৭৫ শতাংশই তারা রফ🥂তানি করেন। রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে ২০০ কোটি টাকা লগ্নিতে আরও দু'টি কারখানা তৈরি করবে নিফা গোষ্🤪ঠী। ডানকুনি এবং চন্দননগরে তাদের আগের দুটো কারখানার লাগোয়া জমিতেই তৈরি হবে এই নতুন দুই কারখানা। ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে এই সংস্থার। এতে কর্মসংস্থানও বাড়বে।