সন্দেশখালিতে তাঁর নির্দেশেই শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। যার ফলে শনিবার গ🎃্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা। রবিবার সিউড়িতে ‘প্রশাসনিক সভা’ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্🌠ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও মানুষের ওপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি সব জায়গায় কোনও না কোনও ইস্যুকে কেন্দ্র করে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে। কোথাও আদিবাসীদের সঙ্গে মুসলিমদের দাঙ্গা বাঁধায়, কোথাও হিন্দুর সঙ্গেমুসলমা☂নের দাঙ্গা বাঁধায়, কখনও শিখের সঙ্গে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায়’।
আরও পড়ুন: শাহজাহান ধরা পড়ছে না কেন? মুখ ♚খুললেন ডিজি রাজীব কুমার
এর পরই চোপড়ায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে বিএসএফকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘বিএসএফকে লেলিয়ে দিয়েছে। চোপড়ায় চারটে শিশুর মৃত্যু হল। কটা টিম গিয়েছে? বিলকিস মারা গিয়েছিল ক’টা টিম গেছিলেন? দলিতদের ওপর অত্যাচার হচ্ছে ক’টা টিম গিয়েছিলেন? তপশিলিদের ওপর অত্যাচার হলে ক’টা টিম যান? আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন।ဣ আমরা জট খোলার চেষ্টা করি। কোনও মানুষের ওপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়’।
মমতার দাবি, ‘একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটানো হয়েছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে। তার পর তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে। আর কিছু মিডিয়া ঢুকেছে। ঢুকে তিলক🍸ে তাল করছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি তাদের বলতে চাই, আমি অফিসার পাঠাবো। যার যা অভিযোগ আছে তারা শুনবে। যদি কেউ মনে করে, কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। আমি যখন বলি, সেটা করি’।
আরও পড়ুন: স্কুলে সরস্বতী পুজো হয়নি কেন? প্রশ্ন করায় পড়ুয়াদের দূর দূꦯর করে তাড়িয়ে দিলেন মত্ত প্রধান শিক্ষক
মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও মহিলা আজ পর্যন্ত 💫কোনও অভিযোগ করেনি, FIR করেনি। আমি পুলিশকে বলে꧙ছি, স্বতঃপ্রণোদিত মামলা করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও গ্রেফতার হয়ে গেছে’।