গত লোকসভা নির্বাচ🗹নে রামপুরহাট শহরে লিড পায়নি তৃণমূল কংগ্রেস। এনিয়ে দলের নেতা কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। একইসঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যাতে খারাপ ফল না হয় তা নিয়ে দলের নেতা কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সাংসদ। দলের অনেক পুরনো নেতা থাকা সত্ত্বেও কীভাবে রামপুরহাট শহরে লোকসভায় তৃণমূলের খারাপ ফল হল? তাই নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন শতাব্দী।
আরও পড়ুন:তারকা সাংসদ নন꧃, সেই মুহূর্তে তিনি শুধুই মা, মেয়ের সঙ্গে ꦕঅন্যরকম মুহূর্তে শতাব্দী
রবিবার রামপুরহাটে বুথ কর্মীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত হয়ে রামপুরহাটে তৃণমূলের খারাপ ফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শতাব্দী রায়। তিনি বলেন, বীরভূমের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে রামপুরহাট শহরে। অথচ এখানে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র নেতা রয়েছেন। তা সত্ত্বেও কেন এই শহরে খারাপ ফল হল তা বোঝা সম্ভব হচ্ছে না। শতাব্দী দলের নেতা কর্মীদে𓂃র উদ্দেশ্য করে আরও বলেন, অন্যদের ফল খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটা না দেখে নিজেদের ফলটা ভালো করে দেখতে হবে।
প্রসঙ্গত, রামপুরহাট বিধানসভা কেন্দ্রটিকে তৃণমূলের একটি শক্ত ঘাঁটি হিসেবেই ধরা হয়। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই রামপুরহাট বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে রয়েছে। কিন্তু, তারপরেও রামপুরহাট শহরে কোনওদিনই ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। কোনদিনই এখানে লিড পায়নি তৃণমূ♔ল। গত লোকসভা নির্বাচনে রামপুরহাট শহরে বিরোধী দলের প্রার্থীর থেকে ৭ হাজার কম ভোট পেয়েছিলেন শতাব্দী। যদিও রামপুরহাট বিধানসভা কেন্দ্রে তিনি লিড পেয়েছিলেন। তবে শহরে লিড না পাওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।
আগামী ব🐈িধানসভা নির্বাচন নিয়ে সতর্ক করে সাংসদ বলেন, ২০২৬ সালে হেরে গেলে চলবে না। এখানে ফল ভালো করতেই হবে। তবে এদিনের সভা থেকে শতাব্দী রায় আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম করে সতর্ক করলেও এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে করছেন না বিধায়ক। তাঁর মতে, রামপুরহাট বিধানসভা কেন্দ্রের রামপুরহাট শহরে ভালো ফল করতে পারিনি তৃণমূল কংগ্রেস। সেই কারণে শহরে যাতে ভালো ফল করা যায় সে বিষয়ে নজর দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করেছেন সাংসদ। এটা কোনও ব্যক্তিগত আক্রমণ নয়, দলের জন্যই তিনি এরকম বলেছেন, যাতে বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে।