চলতি বছরের গোড়ার দিকে নতুন জেলা কমিটি 🍷নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সংসাদ শান্তনু ঠাকুর। কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের গুরুত্ব না দেওয়ার জন্য রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। দলের কোর কমিটিতে জায়গা পেলেও তাঁর ক্ষোভ যে প্রশমন হয়নি তা স্পষ্ট শান্তনুর সাম্প্রতিক মন্তব্যে।
পঞ্চায়েত🌼 নির্বাচনে কী বিজেপির পাশে থাকবে মতুয়ারা? এই প্রশ্নের উত্তর বিজেপি সাংসদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এর উত্তর বিজেপির রাজ্য নেতৃত্বের൩ ভালো দিতে পারবে। কী চলছে না চলছে তাঁরাই ভালো জানেন।' সেই রাজ্য নেতৃত্বেরই অন্যতম শীর্ষ নেতা তথা দলে রাজ্য সভাপতি অবশ্য জানিয়ে দিয়েছেন, মতুয়ারাই ঠিক করবেন তাঁরা কাকে সমর্থন করবেন।
অন্য দিকে তৃণমূলের দাবি মতুযারা তাদের পাশে আছে। দ🍬লের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, 'মতুয়ারা ൲তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। কারণ, সিএএ নিয়ে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা রাখতে পারেনি।'
এই একই 𒊎প্রশ্ন করা হয় সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্🌞পাদক সুখেন্দ্র নাথ গায়েনকে। তিনি বলেন, 'মতুয়াদের মূল দাবি সিএএ। কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি। আগামী দিনে আলোচনা করে ঠিক করব কাকে সমর্থন করব।'
যদিও এই সিসিএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন,'এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পꩲর্যন্ত সিএএ কার্যকর করা সম্ভব নয়।'