অনলাইনে গেম খেলে গ্রাহকদের কোটি টাকা উড়িয়ে দিলেন খোদ পোস্টমাস্টার। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার সোনারপুরে জগদ্দল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্ট অফিসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই পোস্ট মাস্টার। জেরায় তিনি♊ স্বীকারও করেছেন এই তহবিল তছরুপের কথা।
পোস্ট অফিসে কষ্টার্জিত টাকা রেখে নিশ্চিতে থাকেন গ্রাহকরা। কিন্তু পোস্টমাস্টা🔯রের এহেন কীর্তি করা কথা ঘুম উড়ছে তাঁদের। য🌞দিও পোস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকদের চিন্তার কিছু নেই।
কী ভাবে সরানো হল টাকা
ইঞ্জিনিয়ারিং পাশ অমিত বড়ুয়া পরীক্ষা দিয়ে পোস্ট অফিসে চাকরি পান। সোনারপুরের জগদ্দল সাব পোস্ট অফিসের বদলি হয়ে আসনে তিনি। এর আগে হরিণাভি পোস্ট অফিসে তিনি কর্মরত ছিলেন। পুলিশের 𒀰জেরা🅷 অমিত জানিয়েছেন, জুলাই মাস থেকে গ্রাহকের টাকা সরিয়ে অনলাইন গেম খেলার কাজ শুরু করেন। পোস্ট অফিসের তহবিলে টাকার গরমিল ধরার পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। থানায় অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে অমিতকে গ্রেফতার করেছে পুলিশ।
(পড়ুন। হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগ💟,𒁏 প্রাক্তন তৃণমূল MLA-এর বাড়ি IT হানা)
কী বলছেন পোস্ট মাস্টার
জেরায় পুলিশকে অমিত টাকা নয়ছয়ের কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, অনলাইন গেম খেলে প্রಞথমে কয়েক লক্ষ টাকা হারেন। সেই টাকা উদ্ধারের জন্য পোস্ট অফিসের গচ্ছিত টাকা দিয়ে গেম খেলতে শুরু করেন। এবারও তার সব টাকা খোয়া যায়। জানা গিয়েছে, গ্রাহকদের ১ কোটি ২২ লক্ষ টাকা দিয়ে গে🌞ম খেলেছেন তিনি।
বারুইপুর সার্কেলের পোস্ট অফিস সুপারিন্টেনডেন্ট সংবাদমাধ্যমকে বলেন, '✃গ্রাহকদের থেকে এখনও কোনও অভিযোগ আসেনি টাকাℱ খোয়া যাওয়ার। এলে তা খতিয়ে দেখা হবে। আমরা আলাদ করে তদন্ত করছি।'