এখন রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। সুতরাং পরী♐ক্ষার্থীরা পড়াশোনায় ব্যস্ত। কেউ দুপুরে পড়ছে তো কেউ রাত জেগে পড়ছে। এই পরিস্থিতিতে ভরসন্ধ্যাবেলায় বেজে উঠল তারস্বরে বক্স। আর তার সঙ্গে বসন্ত উৎসবে মাতলেন হাওড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সময় এলাকায় এমন তারস্বরে বক্স বাজিয়ে নাচ–গান হলে পড়ায় ব্যাঘাত ঘটে বলে অভিযোগ অভিভাবকদের। এই ঘটনায় স্বাভাবিকভাবে কাঠগড়ায় সাংসদ।
ঠিক কী ঘটেছে হাওড়ায়? স্থানীয় সূত্রে খবর, বসন্ত উৎসব উপলক্ষ্যে এখানে তারস্বরে বেজে ওঠে বক্স। তাও আবার শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে। যখন ছাত্রছাত্রীরা পড়ছেন। আর এটাই চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। হাওড়ার সুরকিকল 𝓀এলাকায় সাংসদ প্রসূন বনꦅ্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানেই তাঁর বাড়ির সামনে বক্স বাজিয়ে নাচ–গান হয়। সাংসদ নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। তার আগের সন্ধায় এমন নাচ–গান এবং বক্স বাজানোয় পড়ায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ। কিন্তু সেটা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। কেউ তার আগে থামায়নি। সুতরাং বেশি রাত🉐ে পড়াশোনা করতে হয়েছে এলাকার ছাত্রছাত্রীদের। আবার অনেকে বাড়ির সব দরজা–জানালা বন্ধ করে পড়াশোনা করেছে।
এই ঘটনা নিয়ে সাংসদ জানান, তিনি এলাকায় মাইক বাজাননি। শুধুই বক্স বাজানো হয়েছে। পরীক্ষার্থীদের যাতে অসুবিধে না হয়, সেভাবেই বাজানো হয়েছে। এমনকী কোনও অভিভাবকই তাঁর কাছে অভিযোগ করেননি। তবে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে হাওড়া তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক শ্যামল মিত্র বলেন, ‘প👍রীক্ষার সময় মাইক না বাজানোর নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও সাংসদের এই কাজ করা উচিত👍 হয়নি। সরকার বা দল কখনওই এই ধরনের কাজকে সমর্থন করে না।’