অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী 🐷বলে উল্লেখ করে কুণাল ঘোষের পোস্টকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার নব বারাকপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে তিনি বলেন, ‘ꦐসে তো চাইছে এখনই চেয়ার থেকে নামিয়ে মুখ্যমন্ত্রী হতে।’
এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘ওনার তর সইছে না। সে তো চাইছে এখনই চেয়ার থেকে নামিয়ে মুখ্যমন্ত্রী হতে। তৃণমূলের মধ্যে গোষ্ঠীকোন্দল চলছে। কে মুখ্যমন্ত্রী হবে এ নিয়ে লড়াই চলছে। আর কুণাল ঘোষের মতো ভ💫েসে থাকা লোকেরা, যাদের রাজনীতিতে বেস নেই তারা দু’দিকেই চেটে যাচ্ছে। কꦉখনও হাওয়াই চটি চাটছে, কখনও বুট চাটছে। যেদিকে চেটে বেশি পরিষ্কার হবে সেদিকে মালকড়ি কামাবো।’
বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ‘রাত পোহালেই অভিষেকের জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক। আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়🧜মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।'