জমে উঠেছে তরজা। শনিবার হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে বাক্যবাণে বিদ্ধ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেকꩵের জবাব কীভাবে শুভেন্দু দেন তা নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছিল। এবার নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। শনিবারের অভিষেকের সভাকে কুৎসা সমাবেশ বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী।
তবে এক্ষেত্রেও অভিষেকের নাম নেননি শুভেন্দু। তিনি বলেন, গতকাল শ্রমিক সমাবেশের নামে কুৎসা সমাবেশ হয়েছে। তিনি ৪২জন সাংসদের একজন। সেখানে আড়াই থেকে তিন হাজার পুলিশকে নিয়ে যাওয়া হয়েছে।সকাল ৭টা থেকে পুলিশকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যদি কাল চার পাঁচটা জেলায় বড় ঘটনা হত, ব্যাঙ্ক ডাকাতি বা খুন হত তাহলে কাউকে পাওয়া যেত না।কারণ স𝕴কলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভাইপোকে সুরক্ষিত করার জন্য। এই ব্যবস্থাটা দেশের কোনও রাজ্যে নেই। যেটা পশ্চিমবঙ্গে আছে।
আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করে শুভেন্দুর দাবি, অধিকারী পরিবার ছিল বলে ওঁর পিসিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি দিল্লি থেকে ꧒এসে ক্ষীর খাচ্ছেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাম আমলে নন্দীগ্রামকাণ্ড থেকে মমতার ক্ষমতা বিস্তারের পেছনে যে অধিকারী পরিবারের ভূমিকা ছিল সেটাও মনে করিয়ে দেন তিনি।