ভা🔯রতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রংবদল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করলেন র♏াজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দুবাবু দাবি করেন, ‘মুখ্যমন্ত্রী ভোগী হয়ে গিয়েছেন। তাই ত্যাগের প্রতীক গেরুয়া রং তাঁর চোখে লাগছে।’
এদিন মালদার বামনগোলায় রাস্তা খারাপ থাকায় হাসপাতালে পথে বধূর মৃত্যু নিয়ে প♔্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এ লজꦺ্জা রাখার জায়গা নেই। যে মুখ্যমন্ত্রী বলেন ২০০ শতাংশ কাজ হয়ে গেছে, সবাই ভালো আছে, তিনি এখন গেরুয়া খুঁজে বেড়াচ্ছেন। গেরুয়া রং ভোগীদের চোখে লাগবেই। কারণ গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। আর উনি এখন ভোগী হয়ে গেছেন’।
শুক্রবার কলকাতার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন তো সব গেরুয়া করে দিয়েছে। ভারতীয় খেলোয়াড়দের আমি ভালোবাসি। আমি চাই যে ভারতীয় দল বিশ্বকাপ জিতুক। তাদের প্র্যাকটিস ড্রেসও গেরুয়া করে দিয়েছে। ওরা তো লড়াই করে নীল জার্সি পরে। মেট্রোর স্টেশন বানা🔴য়, পুরো গেরুয়া রংয়ের’।
যদিও ক্🥀রীড়া বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপে দেশের প্র্যাকটিস জার্সির রং বদল এই প্রথম নয়। এর আগে ২০১১ সালে ভারতের প্র্যাকটিস জার্সির রং লাল করা হয়েছ𝓰িল। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত।