পরবর্তী বিধানসভা নি🔯র্বাচন যেখনই হোক, তৃণমূল সরকারের পতন ঘটাবেন তিনি। দলীয় কর্মীদের এমনই কথা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার মন্দারমণিতে বিজেপির কাঁথি লোকসভা কেন্দ্রের বুথ কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এদিনের সভা থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের দায় সংবাদমাধ্যমের ঘাড়ে ঠেলেন শুভেন্দু।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতাকে আমি কম্পার্টমেন্টাল করেছি। কথা দিতে পারি, লোকসভার ভোটটা আ꧂পনারা করে দেন। যখনই বিধানসভা ভোট হোক, পরের বিধানসভা ভোটে সরকার যদি বদলে দিতে না পারি, আপনাদের শুভেন্দু, আমি কথা দিয়ে যেতে পারি। আমি তা করে দেখাব’।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বไিজেপির হারের জন্য সংবাদমাধ্যমের একাংশকে দায়ী করে শুভেন্দু বলেন, ‘২০২১ সালে আমরাই সরকার গড়তাম। পঞ্চম দফার পরে করোনার কারণে নরেন্দ্র মোদীর সভা বন্ধ হয়ে যাওয়ায় ও কিছু ইলেক্ট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম দফার নির্বাচনে আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখি হননি। তার বাইরেও গণনাকেন্দ্রে লুঠ হয়েছে। আইপ্যাকের লো🃏কেরা এই ভুয়া জালি শিক্ষক, শিক্ষাকর্মীদের দিয়ে আমাদের ৩০ – ৪০টার বেশি আসন গণনাকেন্দ্রেই লুঠ করেছে।’
বলে রাখি, ২০২০ সালে করোনা মহামারির আকার ধারণ করলে নানা বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় সরকꩵার। ২০২১ সালে করোনার প্রকোপ একটু কমলে বিধানসভা ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন হঠাৎ ফের দেশজুড়ে সংক্রমণ বাড়তে শুরু করে। 💟যার ফলে পঞ্চম দফা নির্বাচনের পর বন্ধ হয়ে যায় ভোটপ্রচার।