স্কুলের পাঠ্যবইয়ে ‘🐈কুৎসিত’ শব্দের অর্থ বোঝাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি ব্যবহা🅘রের জেরে বর্ধমানের সরকারি স্কুলের দুই শিক্ষককে সাসপেন্ড করল পশ্চিমবঙ্গ সরকার।
বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বইটি সরকꦜার অনুমোদন করেনি। স্কুলের শিক্ষকরাই রেফারেন্স বই হিসেবে সেটি বেছে নিয়েছিলেন। ঘটনায় দুই শিক্ষকক𝄹ে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।’
জানা গিয়💫েছে, ‘চাইল্ডস স্টাডি’ নামে বইটি বর্ধমান মিউ⛦নিসিপ্যালিটি গার্ল’স স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ান হত।
রাজ্য শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ইংরেজি শিক্ষার বইটিতে শব্দেꦓর অর্থ বোঝাতে ছবি ব্যবহার করা হয়েছে। যেমন, ইংরেজি অক্ষর A বোঝাতে apple শব্দ আর সেই ফলের ছবি দেওয়া হয়েছে। এ ভা𓄧বেই U অক্ষর বোঝাতে ugly শব্দ ব্যবহার করে ছবির জায়গায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি দেওয়া হয়েছে। আবার ওই অক্ষরে umbrella শব্দের সহ্গে ছাতার ছবি ব্যবহার করা হয়েছে।’
পাঠ্যপুস্তক হিসেবে বই বাছাইয়ের দায়িত্বে ছিলেন স্কুলে🌼র শ⛎িক্ষকরাই। তাঁরা এই বই বাছার জন্য ক্ষমা চেয়েছেন।
ঘট🌺নায় সাসপেন্ড হওয়া স্কুলের প্রধান শিক্ষিকা এস মল্লিক জানিয়েছেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বই বাছাইয়ের সময় ওঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।🦩’