সেনাবাহিনীর জমি কেলেঙ্কারি মামলায় পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির পরদিনই নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেন🐻 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তিপুরে এক প্রশাসনিক জনসভায় এই আশঙ্কার কথা জানান তিনি। সঙ্গে বলেন, আমাকে জেলে ভরলে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে ไআসব।
এদিন মমতা বলেন, ‘ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছে। আমাদের সবাই চোর, আর আপন𓃲ারা সাধু? চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের ব🦹ড় গলা। শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে। সব বিদায় নেবে’।
বলে রাখি, সেনাবাহিনীর জমি কেলেঙ্কারিতে বুধবার রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে ১০ বার তলব পাঠানোর পরেও হাজিরা দেননি সোরেন। অবশেষে চলতি সপ্তাহে তাঁর দিল্লির বাসভবনে তল্লাশি চালিয়ে ৩৬ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। সঙ্গে বাজেয়াপ্ত করেন তাঁর BMW গাড়িটি। ইডি পৌঁছনোর আগেই নিখোঁজ হয়ে যান হেমন্ত সোরেন। মঙ্গলবার রাঁচিতে উদয়♊ হন তিনি। এর পর জানা যায়, ইডিকে রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে জিজ্ঞাসাবাদ করতে অনুরোধ করেছেন সোরেন।
বুধ🙈বার দুপুরে রাঁচির মুখ্যমন্ত্রী আবাসে পৌঁছন ইডির তদন্তকারীরা। প্রায় ৭ ঘণ্টা জেরার পর রাত সাড়ে ৯টা নাগাদ হেমন্ত সোরেনকে গ্রেফতার করেন তাঁরা। তার আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত সোরেন।