নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বৃহস্পতিবার সেখানে দলীয় বৈঠকে সাংসদ দোলা সেনকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলকর্মীরাই। তাদের অভিযোগ, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যারা কাজ করেছেন তাদের নিয়ে বৈঠক করছেন দোলা। ওদি♋কে ডাক পাননি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের।
এদিন দোলা সেনকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন আবু তাহেরের অনুগামীরা। তাদের অভিযোগ, যারা বৈঠকে ডাক পেয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারাতে কাজ করেছেন। সঙ্গে দলের নন্দীগ্রাম ব্লক সভাপতি স্বদেশ দাসের অপসারণ দাবি করে তারা। এই দাবিতে দোলা সেনকে ঘিরে ধরে স্লোগান তোল�♎�েন তৃণমূল কর্মীরা।
বিক্ষোভের কথা যদিও মানেননি দোলা সেন। তাঁর দাবি, দলের কর্মীরা আমার সঙ্গে কথা বলে💞ছেন। বৈঠকের বাইরে𒈔 কোনও বিক্ষোভ হয়নি।
আবু তাহের বলেন,𓆏♉ দলের বিশ্বস্ত কর্মীদের বাদ দিয়ে বিজেপির ঝান্ডা ধরে যারা বিধানসভা নির্বাচনে কাজ করেছিল তাদের সঙ্গে বৈঠকে ডাকা হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের পর থেকেই নন্দীগ্রামে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছে। এদিন তা প্রকাশ্যে চলে এসেছে। কলক▨াতা থেকে যে ভাবে স্থানীয় সংগঠনকে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে তাও মেনে নিতে পারছেন না অনেকে। তার জেরেই ܫএই বিক্ষোভ।