মাঝরাতে কোনা এক্সপ্রেসওয়ে–তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখান দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী। আর এই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মন্দিরে ঢুকে পড়ে একটি ট্রেলার। তাতে ভয়ানক শব্দে কেঁপে ওঠে এলাকা। ধাক্কাটা এত জোরে♐ লেগেছিল যে তীব্র শব্দ হয়। এই ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ট্রেলার চালকের। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚল কোনা এক্সপ্রেসওয়ে চত্ত্বরে। তার জেরে বেশ অনেকক্ষণ ব্যাহত হয় যান চলাচল।
ঠিক কী ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ে–তে? স্থানীয় সূত্রে খবর, রবিবার মাঝরাতে কলকাতা থেকে ধূলাগড় যাচ্ছিল একটি ট্রেলার। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সাঁতরাগাছি সেতুর কাছে ঘটে দুর্ঘটনা। এই সেতুর আগে জানা গেট মোড় বলে একটি জায়গা আছে। সেখানে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ঢুকে যায় ট্রেলারটি। এღই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাহলে কী ওই ট্রেলার 🎃চালক মদ্যপ অবস্থায় ছিলেন? নিয়ন্ত্রণ হারাল কেন ট্রেলারটি? উঠছে প্রশ্ন।
তারপর সেখানে ঠিক কী ঘটল? মন্দিরে গিয়ে ধাক্কা মারলে দুমড়ে–মুচ🔯ড়ে যায় ট্রেলারটি। এই ঘটনার পর খবর যায় জগাছা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। ক্রেনের সাহায্যে ট্রেলারটিকে সরিয়ে নেওয়া হয়। আর উদ্ধার করা হয় চালককে। মাঝরাতেই দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার𒐪 জেরে ভেঙে গিয়েছে মন্দিরের একাংশ।
ঠিক কী তথ্ꦆয পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটেছে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারানোয়। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রেলারটি সজোরে মন্দিরে ধাক্কা মারে। তবে ট্রেলারটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। ওই ট্রেলার চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কেন ট্রেলারটি নিয়ন্ত্রণ হারাল? সেটাও খতিয়ে দেখা হচ্ছে।