ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে প🃏ুলিশ। ধৃত একটি সাইবার ক্যাফে চালাত🥃 বলে জানা গিয়েছে। তবে ছেলের সঙ্গে ট্যাব কেলেঙ্কারির কোনও যোগ নেই বলে দাবি করেছেন বাবা।
ট্যাব কেলেঙ্কারিতে মালদা জেলা জুড়ে চলছে ধরপাকড়। বিশেষ করে বৈ🅘ষ্ণবনগর থানা এলাকা থেকে এখনও প♋র্যন্ত গ্রেফতার হয়েছেন ৬ জন। এদের প্রায় প্রত্যেকেই হয় সাইবার ক্যাফের মালিক অথবা কোনও স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। বৈষ্ণবনগর থেকে শ্রবণ সরকার নামে সাইবার ক্যাফের মালিক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাবা তৃণমূলের কালিয়াচক ৩ নম্বর ব্লকের তফশিলি সেলের সভাপতি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক সরকারি পোর্টালে কারচুপিতে যুক্ত। তাঁর সাইবার ক্যাফে থেকে ল্যাপটপ, বেশ কয়েকটি পেন ড্রাইভসহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। ওদিকে তৃণমূল নেতার দাবি, তাঁর ছেলে কারচুপিতে যুক্ত নয়। কেউ ব🍒া কারা তাঁকে ফাঁসিয়েছে।
ট্যাব কেলেঙ্কারির জেরে ইতিমধ্যে সরকারি পোর্টালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত করে কেলেঙ্কারির কুশীলবদের গ্রেফতার করেছে। কেন্দ্রের ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার আমাদের সাইবার নিরাপত্তা বাড়াতে বেশ൲ কয়েকটি সুপারিশ করেছে। সেগুলির ওপর কাজ চলছে। আশা করি ভবিষ্যতে এই ঘটনা আর ঘটবে না।