মধ্যরাতে ঘরে ঢুকে তৃণমূলকর্মীকে গুলি। ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী। বুধবার মাধরাতে মুর্শিদাবাদের রানিনগরের বর্ডার পাড়ার ঘটনা। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার🧜 করেছে বিজেপি।
আক্রান্ত মনোজ কুমার মণ্ডলের স্ত্রী জানিয়েছেন। স্বামী পদ্মাপাড়ে মাছের আড়তে কাজ করেন। বুধবার রাত ৮টা নাগাদ ফেরেন তিনি। রাতে খেয়ে দেয়ে দুজনে শুয়ে পড়েন। রাত𓆏 ১২টা ২০ মিনিট নাগাদ দরজা ধাক্কা দেয় কেউ। দরজা খুলতেই এক ব্যক্তি অন্ধকারের মধ্যে তাঁর বুকে লাথি মারেন। তিনি পড়ে গেলে আরও কয়েকজন ঘরে ঢুকে ঘুমন্ত মনোজ বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। ৩টি গুলি দেহে লেগেছে বলে জানা গিয়েছে। চিৎকার চ্যাঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলেও তার আগেই পালায় দুষ্কৃতীরা। মনোজবাবুর স্ত্রী বলেন, আমার স্বামী কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। তার ওপর দিয়ে গুলি চালিয়েছে। গুরুতর আহত মনোজবাবুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় বিজেপির দিকে ൲অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তাদের দাবি, এলাকায় তাদের সক্রিয় কর্মী ছিলেন মনোজ। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে অনেক খাটাখাটনি করেছিলেন। লোকসভা ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই তাঁকে গুলি করেছে বিজেপি।
পালটা বিজেপির দাবি, মনোজ মণ্🧔ডল তাদেরই কর্মী। পঞ্চায়েত ভোটের আগে দল বদল করিয়েছিল তৃণমূল। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ব্যক্তিগত কোনও বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন মনোজবাবুর স্ত্রী। তদন্তে নেমে সন্দে🎐হভাজন এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাক🐭ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।