দলের জয়ী প্রার্থীদের ওপর ভরসা রাখতে পারছেন না তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর আশঙ্কা জয়ী প্রার্থীরা দল বদল করতে পারেন। এই অবস্থায় জয়ী প্রার্থীর𒁏া যাতে কোনওভাবেই দল বদল করতে না পারে তার জন্য তাঁদের জয়ের সার্টিফিকেট ব্লক সভাপতির কাছে জমা দেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী। তাছাড়া, দল বিরোধী কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উদয়ন। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল কোচবিহারের দিনহাটায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমন নির্দেশ দিয়েছেন তৃণমূল মন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, কোচবিহারে বিজেপির প্রভাব রয়েছে। ফলে তৃণমূলের কোনও জয়ী প্রার্থী যাতে বিজেপির সংস্পর্শে না আসে তার জন্য এই নির্দেশ দিয়েছেন উদয়ন গুহ।
আরও পড়ুন: ‘ไভারত–পাকিস্তানের যুদ্ধ হলে কাকে খারাপ বলবেন?’ সন্ত্রাস ন𓆉িয়ে মন্তব্য উদয়নের
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘যারা জয়ী সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তাঁরা ব্লক নেতাদের ক🐠াছে আজকেই জমা করুন।’ পাশাপাশি তিনি বলেন, ‘দল বিরোধী কাজ করবেন, আর নেতাদের বাড়িতে গিয়ে ইলিশ মাছ নিয়ে গিয়ে তা মেরামতের চেষ্টা করবেন এমনটা আর বরদাস্ত করা হবে না। ঐক্যবদ্ধভাবে চলুন।’ উল্লেখ্য, এর আগে পুরসভা ভোটের পরেই চেয়ারম্যান করা নিয়ে তৃণমূলের অন্তরে অসন্তোষ তৈরি হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে যাতে সেই ধরনের সমস্যা না হয় তার জন্য আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন উদয়ন। তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে যো♋গ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন করা হবে। প্রধান নির্বাচনের জন্য দলের ওপর চাপ তৈরি করবেন না। আগে যারা দলের বিরুদ্ধে কাজ করেছেন তাদের বাদ দিয়ে প্রধান নির্বাচনের বিষয়টি আলোচনা করা হবে।’ পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব থেকেও বিরত থাকতে বলেছেন উদয়ন। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত চলছে বলে দাবি করেছেন প্রবীণ তৃণমূল নেতা। তিনি বলেন, ‘গোটা রাজ্য জুড়ে এই চক্রান্ত চলছে। আগে কমিশন নির্বাচন পরিচালনা করত। তবে এখন দেখছি বিচার ব্যবস্থায় সবকিছু নিয়ন্ত্রণ করছে।’
প্রসঙ্গত, সন্ত্রাস বিহীন ভোট করানোর কথা বলেছিলেন উদয়ন। তবে এবারের পঞ্চায়েত ভোটে কোচবিহারে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে উদয়ন বলেন, ‘ যা হয়েছে তা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। সবকিছু আমাদের হাত🍌ে নেই। অনেকেই চাইছেন গো🦄লমাল করা হোক। যাতে এ বিষয়ে রাজ্য সরকারকে ছোট করা যায়।’ তিনি মনে করেন, চক্রান্ত করে ভোটে সন্ত্রাস ছড়ানো হয়েছে। তাঁর দাবি, বিরোধীরাই ব্যালট পেপার চুরি, বুথ দখল করতে গিয়েছিল। তৃণমূল কর্মীরা তার প্রতিবাদ করেছিলেন। দলীয় নেতা কর্মীদের তিনি আক্রমণ পালটা আক্রমণে না গিয়ে সংযত থাকার বার্তা দিয়েছেন।