রাজ্যে আসন্ন উপনির্বাচনে শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণ করে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, এব♔ার উপনির্বাচনে গোটা দেশে রেকর্ড গড়বে তৃণমূল।
শুক্রবার এক দলীয় সভায় যোগদানের পর উদয়নবাবু বলেন, ‘যখন উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন ১ হাজার ভোটের জন্য দেশের মধ্যে রেকর্ড করতে পারিনি। এবার ওটাকে টপকে আমরা গোটা দেশে রেকর্ড করব বলে আশা করিಞ। রাম, বাম বা অন্য কোনও রাজনৈতিক দল, যাঁরা পশ্চিমবঙ্গে শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে 🍰বেড়াচ্ছেন তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আগামীদিনে তাদের লাঠিতে ভর দিয়ে চলতে হবে।’
বিরোধীদের দাবি, উদয়ন গুহের বক্তব্য প্রমাণ হল জুনিয়র ডাক্তাররা যে দাবিতে আন্দোলন করছে তা ১০০ শতাংশ সঠিক। তাদের দাবি রাজ্যে চিকিৎসা ব্যবস্থায় থ্রেট কালচার শেষ করতে হবে। এদিন উಌদয়নবাবু যা বলেছেন তা তৃণমূলের থ্রেট কালচারেরই অঙ্গ। নির্বাচনে হার জিত থাকেই। তাই বলে পরাজিত প্রার্থীদের শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে এমন মন্তব্য করা যায় না। এই মনোভাব গণতন্ত্র বিꩲরোধী। উদয়নবাবুর দলনেত্রীও দীর্ঘদিন লড়াই করে তবে সাফল্য পেয়েছেন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে একমাত্র তৃণমূল সাংসদ হিসাবে দিল্লি গিয়েছিলেন তিনি। তবে উদয়নবাবুকে এটুকু বলতে পারি, উপ নির্বাচনের ফল তাঁর প্রত্যাশার সঙ্গে না মিললেও তাঁর শিরদাঁড়া যেমন রয়েছে তেমনই থাকবে।