উচ্চ প্রাথমিকে দ্বিতীয় তালিকাভুক্তদের অভিযোগের শুনানি শুরু হবে আগামী ১৮ অꦛগস্ট। আগামী ২৪ অগস্ট পর্যন্ত চলবে এই শুনানি। ১,০০৫ টি অভিযোগ আছে দ্বিতীয় তালিকায়। এর আগে ๊প্রথম তালিকায় থাকা অভিযোগগুলির নিষ্পত্তি করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
এসএসসির তরফে জানানো হয়েছে, ১৮ অগস্ট থেকে প্রতিদিন দু'দফায় অভিযোগকারীদের বক্তব্য শোনা হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও দুপুর দেড়টায় দু'দফায় আবেদনকারীদের বক্তব্য শোনা হবে। ১৯ থেকে ২২ অগস্ট পর্যন্ত শুনানি হবে না। ১৮ তারিখের পর ২৩ ও ২৪ অগস্ট ফের শুনানি প্রক্রিয়া চালু হবে। এর আগে গত ১০ অগস্ট প্রথম দফার শুনানি প্রক্রিয়া শ𝄹ুরু হয়েছে। এর ফলে দু'দফায় মোট ৩ হাজার ১১৫টি অভিযোগ জমা পড়েছে।
উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ ১৪ হাজার ৩৯৯। ইন্টারভিউয়ের জন্য 🎉ডাকা হয়েছিল ১৫ হাজার ৪০৬ জনকে। গত ৪ অগস্ট সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়। তথ্যের অসংগতির কারণে ৬০০–এর বেশি প্রার্থীর আবেদন বাতিল করা হয়। ১৫ হাজার ৪০৬ জনের ইন্টারভিউয়ের জন্য ড🌠াকা হয়েছিল। ১,২০০–এর বেশি প্রার্থী অনুপস্থিত ছিলেন।