তৃণমূলকর্মী ভিকি যাদব খুনে অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং গ্রেফতার হতেই বারাকপুরে তুঙ্গে পৌঁছেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এই খুনে জড়িত বলে অভিযোগ তুলে একে অপরের গ্রেফতারি🍬র দাবিতে সরব হলেন স্থানীয় সাংসদ অর্জ﷽ুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এদিন অর্জুনের নির্দেশেই পাপ্পু ভিকিকে খুন করেছেন বলে সরাসরি অভিযোগ করেন সোমনাথ। পালটা অর্জুনের দাবি, পাপ্পুর সঙ্গে তাঁর সম্পর্ক নেই। সে থাকে সোমনাথের আশ্রয়ে।
এদিন সোমনাথ শ্যামের গ্রেফতারির দাবি অর্জুন সিংয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাতে ছিল সোমনাথ শ্যামের সঙ্গে পাপ্পুর ছবি। সোশ্যাল মিডিয়ায় অর্জুন দাবি করেন, পাপ্পুর সঙ্গে তাঁর কোনও সম꧅্পর্ক নেই। সোমনাথ শ্যাম তাকে জন্মদিকে কেক কেটে খাইয়েছেন।
পালটা সোমনাথ শ্যাম বলেন, ‘বারাকপুরে একের পর এক তৃণমূলকর্মী খুন ও গুলিচালনায় যুক্ত অর্জুন। পাপ্পু নিজে বলেছে সে কাকার কথা ছাড়া এক পা নড়ে না। অর্জুনের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে।⛄ এবার ওকে জেলে যেতেই হবে।’
তাঁর দাবি, বিধায়ক হিসাবে অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলেন। তার মানে এই🌊 নয় যে তিনি সেই ব্যক্তিকে চেনেন। তিনি বলেন, পুলিশ সব বুঝে গেছে। এখন নজর ঘোরানোর জন্য অর্জুন সিং নানা রকম চেষ্টা করছে। কখনও আমাকে🦩 দোষারোপ করছে, কখনও পুলিশকে দোষী বলছে।
গত 🅺২২ নভেম্বর জগদ্দলে বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলকর্মী ভিকি যাদবকে। সেই ঘটনায় বৃহস্পতিবার ♚অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করে পুলিশ।