বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে গ্রামবাসীদের। কখনও চা বাগানে পড়ে থাকতে দেখছেন গবাদি পশুর দেহাংশ, আবার কখনও গাছের ওপর দেখতে পাচ্ছেন বাঘ। সব মিলিয়ে গত 𝐆কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে কাঁটা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালানাগীন এলাকার বাসিন্দারা। এনিয়ে বনদফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।
আখের ক্ষ🌱⛄েতই ছিল নরখাদক বাঘের লুকোনোর ডেরা! তার খোঁজে কীভাবে চলে অপারেশন?
স্থানীয় সূত্রের খবর, গত ১০ থেকে ১২ দিন ধরেই বাঘের আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বাঘ একের পর এক গবাদি পশুকে রাতে টেনে চা বাগান নিয়ে যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। রবিবার রাতে ফের একটি ছাগলকে টেনে নিয়ে যেতে দেখেন এলাকার এক মহিলা। পরে সোমবার সকালে চা বাগানের ভিতর থেকে ওই ছাগলের ছিন্ন ভিন্ন দেহাংশ উদ্ধার হয়। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘ দেখতে পাওয়ার খবর পেয়ে চারদিন আগেই ওই এলাকা পরিদর্শন করেন বন দফতরের আধিকারিকেরা। কিন্তু, তখন বাঘের দেখা পাননি আধিকারিকরা। তবে এলাকা ঘুরেꩵ দেখে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সোমবারের ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
অনেকেই বাঘকে গাছের ডালে বসে থাকতে দেখেছেন বলে দাবি করেছেন। এনিয়ে একাধিকবার জানানোর পরেও বনদফতরের কেউ না আসায় কꦿ্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে বনদফতরের এক কর্মী এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে ওই বনকর্মীকে ঘেরাওমুক্ত করে। তবে দ্রুত বাঘ ধরার দাবি জানিয়েছেন আতঙ্কিত এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, এর আগেও বাঘের আতঙ্কཧ ছড়িয়েছিল ইসলামপুরে।