🔯 আজ থেকে রোজা শুরু হয়েছে। আর সেজন্য এক মাস 'রমজান বিশেষ প্যাকেজ' প্রদান করা হবে বলে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তবে সকলে সেই প্যাকেজ পাবেন না। নির্দিষ্ট পরিবারকেই 'রমজান বিশেষ প্যাকেজ' প্রদান করা হবে। যে প্যাকেজে থাকছে ভর্তুকিযুক্ত চিনি, ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা। তুলনামূলকভাবে কম দামে 'রমজান বিশেষ প্যাকেজ' পাব🐷েন উপভোক্তারা। খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, ১১ মার্চ থেকে সেই প্যাকেজ দেওয়া হচ্ছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত উপভোক্তারা সস্তায় 'রমজান বিশেষ প্যাকেজ' পাবেন।
কারা কারা ১ মাস 'রমজান বিশেষ প্যাকেজ' পাবেন?
খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র রমজান উপলক্ষ্যে অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের জন্য আন❀ন্দের সঙ্গে খাদ্য ও সরবরাহ দফতর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।'
আরও পড়ুন: ‘আমি জীবন দেব, বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না’, হাবড়ায় হুঙ্কার🅷 মমতা🦩র
'রমজান বিশেষ প্যাকেজ'-এ কী কী থাকছে? দাম কত পড়ছে?
১) চিনি (ভর্তুকিযুক্ত): পরিবারপিছু এক কিলোগ্রাম চিনি দেও💙য়া হবে। দাম পড়বে ৩২ টাক🍃া।
২) ভর্তুকিযুক্ত ছোলা: প্রতিটি পরিবারকে এক কিলোগ্রাম ছোলা দেওয়া হবে বলে জান🐬িয়েছে খাদ্য𒀰 দফতর। সেজন্য খরচ পড়বে ৬২ টাকা।
৩) ভর্তুকিযুক্ত ময়দা: ২৬ টাকায় ময়দান দেওয়া হবে। খাদ্য সরকা𝓰রের তরফে জানানো হয়েছে, প্রতিটি পরিবারকে এক কেজি ময়দা দেওয়া হবে।
কীভাবে 'রমজান বিশেষ প্যাকেজ' মিলবে?
খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়ে𒐪ছে, রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারকে 'রমজান বিশেষ প্যাকেজ' প্রদান করা হবে। শুধু একমাসই সেই প্যাকেজ মিলবে বলে খাদ্য ও সরবরাহ দফতরের ꦕতরফে স্পষ্টভাবে জানানো হয়েছে।
এমনিতে ভারতে আজ থেকে রোজা শুরু হয়েছে। সোমবার ভার꧑তে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকেই রোজা পালন শুরু করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এক মাস দিনভর উপবাস রাখ♛বেন তাঁরা। তারপর খুশির ইদ পালন করবেন। এবার ১০ এপ্রিল বা ১১ এপ্রিল ইদ পালন করা হতে পারে ইদ। যে দিনটা চূড়ান্ত হবে পরে।