এবারের বিধানসভা নির্বাচনে কার্যত গো হারা হেরেছেন বামেরা। এদিকে কেন এই শোচনীয় পরাজয় হল তা নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়াও কিছু কম হয়নি। হারের কারণ ময়নাত🌠দন্ত করতে গিয়ে নানা জনে নানা মত দিয়েছেন। তবে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনের আবহে বিজেমূল স্লোগান ভালো চোখে দেখেনি আমজনতা। সূর্যকান্তর এই কথাকে ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে নানা চর্চা শুরু হয়েছে। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ কার্যত নস্যাৎ করে দিয়েছেন সূর্যকান্ত মিশ্রের বক্তব্যকে। বিজেপি ও তৃণমূলের মধ্যে তলায় তলায় যে সখ্যতা রয়েছে সেটাই আরও একবার কার্যত সামনে আনতে চেয়েছেন সুশান্ত ঘোষ। তবে এর সঙ্গেই সুশান্ত ঘোষের সাফাই গোটাটা꧑ই তাঁর ব্যক্তিগত মতামত। পাশাপাশি দলীয় শৃঙ্খলাকে মান্যতা দিয়ে তিনি জানিয়েছেন, প্রকাশ্যে তিনি কোনও বিরোধিতা করতে পারেন না।
প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বলেন, 'দলের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তবে আমি তো প্রকাশ্যে তার বিরোধিতা করতে পারি না। আমার ব্যক্তিগত মতামত হিসাবে বিজেমূল স্লোগানে কোনও ভুল নেই। আমি এতে ভুল দেখি না। মমতার সরকার তৈরি হওয়ার আগে পর্যন্ত বামেদের বিরুদ্ধে যত লড়াই করেছে তৃণমূল, সবেতেই বিজেপির সংযোগ ছিল। ওরা আলাদা কোথায় হল! তাছাড়া এখন বিধানসভায় পিএসসির চেয়ারম্যান মুকুল, যিনি বিজেপির টিকিটে বিধায়ক, কিন্তু তৃণমূলের সদস্য। এর থেকে বড় উদাহরণ আর কী আছে! ত🐈বে এই ধরণের স্লোগান ঠিক না ভুল তানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের পরাজয়ের কারণ মানুষের কাছে বার্তা সঠিকভাবে পৌঁছয়নি।'
এবারের বিধানসভা নির্বাচনে কার্যত গো হারা হেরেছেন বামেরা। এদিকে কেন এই শোচনীয় পরাজয় হল তা নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়াও কিছু কম হয়নি। হারের কারণ ময়নাতদন্ত করতে গিয়ে নানা জনে নানা মত দিয়েছেন। তবে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনের আবহে বিজেমূল স্লোগান ভালো চোখে দেখেনি আমজনতা। সূর্যকান্তর এই কথাকে ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে নানা চর্চা শুরু হয়েছে। প্রাক🌌্তন মন্ত্রী সুশান্ত ঘোষ কার্যত নস্যাৎ করে দিয়েছেন সূর্যকান্ত মিশ্রের বক্তব্যকে। বিজেপি ও তৃণমূলের মধ্যে তলায় তলায় যে সখ্যতা রয়েছে সেটাই আরও একবার কার্যত সামনে আনতে চেয়ে🐟ছেন সুশান্ত ঘোষ। তবে এর সঙ্গেই সুশান্ত ঘোষের সাফাই গোটাটাই তাঁর ব্যক্তিগত মতামত। পাশাপাশি দলীয় শৃঙ্খলাকে মান্যতা দিয়ে তিনি জানিয়েছেন, প্রকাশ্যে তিনি কোনও বিরোধিতা করতে পারেন না।
প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বলেনꦡ, দলের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তবে আমি তো প্রকাশ্যে তার বিরোধিতা করতে পারি না। আমার ব্যক্তিগত মতামত হিসাবে বিজেমূল স্লোগানে কোনও ভুল নেই। আমি এতে ভুল দেখি না। মমতার সরকার তৈরি হওয়ার আগে পর্যন্ত বামেদের বিরুদ্ধে যত লড়াই করেছে তৃণমূল, সবেতেই বিজেপির সংযোগ ছিল। ওরা আলাদা কোথায় হল! তাছাড়া এখন বিধ🌟ানসভায় পিএসসির চেয়ারম্যান মুকুল, যিনি বিজেপির টিকিটে বিধায়ক, কিন্তু তৃণমূলের সদস্য। এর থেকে বড় উদাহরণ আর কী আছে! তবে এই ধরণের স্লোগান ঠিক না ভুল তানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের পরাজয়ের কারণ মানুষের কাছে বার্তা সঠিকভাবে পৌঁছয়নি।
|#+|