আগের মতো একই সময় স্কুল শুরু হবে না। বরং ভিড় এড়াতে আগামী ১৬ নভেম্বর থেকে নবম ও একাদশ এবং দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের♌ ভিন্ন ꦺসময় স্কুলে যেতে হবে। ক্লাসও শুরু হবে আলাদা সময়।
প্রায় ২০ মাস বন্ধ থাকার পর আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল। প্রাথমিকভাবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সশরীরে স্কুলে যেতে হবে। ভিন্ন সময় তাদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা দফতরের এক আধিকারিক বলেছেন, ‘মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের সকাল ৯ টা ৩০ মিনিটে স্কুলে আসতে হবে। তাদের ক্লাস চলবে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে ৩০ মিনিট পর্যন্ত। দশম এব🌳ং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসতে হবে সকাল ১০ টা মিনিটে। তাদের ক্লাস সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত হবে।’
তারইমধ্যে স্কুল এবং কলেজ খোলার বিষয়ে ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা দফতর। জানানো হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে সব স্কুল পরিষ্কারের কাজ শুরু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৬ নভেম্বর খুললেও ১ নভেম্বর থেকেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের। অভিভাবকরা স্কুলে প্রবেশ করতে পারবেন না। মিড ডে মিলও দেওয়া হবে না স্কুলে। বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে মিড ডে মিলের সরঞ্জাম🌠। এদিকে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা দফতর। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সেই পাস ইস্যু করতে পারবেন। তবে পরে নবান্নের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে।