স্কুলে সরস্বতী পুজো কেন হল না? প্রশ্ন করে মত্ত প্রধান শিক্ষকের অভব্য আচর﷽ণের শিকার হল কয়েকজন ছাত্রী। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মালিরধার প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তবে প্রধান শিক্ষক স্বপন বরকন্দাজের দাবি, অভিযোগ ভিত্তিহীন। শারীরিক অসুস্থতার কারণে স্কুলে সরস্বতী পুজো করতে পারেননি তিনি।
আরও পড়ুন: গ্রেফতারের সাড়ে ৩ মাস পর জোডಞ়া দফতর হারালেন বালু🅠, কার হাতে গেল দায়িত্ব
স্থানীয়দের দাবি, স্কুলে কেন সরস্বতী পুজো হল না তা জানতে শনিবার প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলেন কয়েকজন ছাত্রী। অভিযোগ, তখন প্রধান শিক্ষক মত্ত অবস্থায় ছিলেন। ছাত্র🥃ীদের🉐 দূর দূরে তাড়িয়ে দেন তিনি। সেই খবর গ্রামবাসীদের কাছে পৌঁছতে স্কুলের সামনে জড়ো হতে থাকেন তাঁরা। কিছুক্ষণ পর শুরু হয় বিক্ষোভ। কেন সরস্বতী পুজো হল না তা জনতে চান অভিভাবকরা। তাঁদের দাবি, প্রধান শিক্ষক বলেন, ওপর থেকে নির্দেশ ছিল।
এক অভিভাবক বলেন, স্কুলে কোনও সিস্টেম নেই। প্রধান শিক্ষক মত্ত অবস্থায় যখন খুশি স্কুলে আসেন। আবার যখন খুশি চলে যান। এখানে শৌচাগার, জলের ব্যবস্থা নেই। মিড ডে মিলের রান্নাও অত্♊যন্ত নিম্নমানের। এসব নিয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। উলটে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক। এই প্রধান শিক্ষকের বদলি চাই। এর জন্য স্কুলে ছাত্র সংখ্যা দিন দিন কমছে।
আরও পড়ুন: ছুড়ে ফেলা হয়নি, পড়ে গিয়েছে, ৭ দিন পর সন্দেশখালি গিয়ে বলল ಞরাজ্য শিশু কমিশন
বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ক্যানিং থানার পুলিশ ঘটনℱাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও গ্রামবাসীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক স্বপন বরকন্দাজ। তিনি অসুস্থ থাকার কারণে সরস্বতী পুজো করতে পারেননি বলে জানিয়েছেন।