হাইকোর্টের নির্দেশ মেনে উচ🌳্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চাকরি পেয়েও হবু শিক্ষকদের একাংশ চাকরি নিচ্ছেন না। স্কুল সার্ভিস (এসএসসি) সূত্রে খবর, গ্রামাঞ্চলে চাকরি নিতে চাইছেন ♋না চাকরিপ্রার্থীরা।
নিউজ এইট্টিন বাংলার প্রতিবেদন অনুযায়ী, কাউন্সেলিংয়ে যোগ দিয়েও গ্রামে স্কুল হওয়ায় চাকরি নিচ্ছে হবু শিক্ষকরা। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে এই ছবি লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে কপালে ভাঁজ পড🦄়েছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের মধ্যে।
এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ৮ দিন কাউন্সেলিং হয়েছে। এই ৮ দিনে ২৫ জন চাকরি প্রার্থী কাউন্সেলিংয়ে যোগ দিলে স্কুল পছন্দ না হওয়𒅌ায় তাঁরা চাকরি নেননি। এসএসসি সূত্রে জানা গিয়েছে, স্কুলগুলি গ্রামে হওয়ার কারণেই হবু শিক্ষকদের একাংশের এই অনিহা♏।
(পড়তে পারেন। একাদশের পরীক্ষা নেবে স্কুল, রুটিন ঠিক করতে হিমসিম, সিলেবাস শেষ হবে কী𓃲ভাবে?)
এসএসসি-ক চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন,'এটা ঠিক যে স্কুলগুলি শহর𓆉াঞ্চলে নয় তা শহর থেকে বেশ খানিকটা দূরে। তবে কাউন্সেলিংয়ে এসেও চাকরি নিচ্ছেন না অনেকে তার পিছনে অন্য কয়েকটিও কারণ রয়েছে।'
তবে হবু শিক্ষকদের মধ্যে এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরাও। সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান অভিক মজুমদার বলেন, 'এটা♈ খুব দুর্ভাগ্যজনক। গ্রা𓆉মে গিয়ে শিক্ষকতা করানোর প্রয়োজন রয়েছে।'
উল্লেখযোগ্য ভাবে মেধা তালিকায় প্রথম দিকে থাকা প্রার্থীরা অনুপস্থিত থেকেছেন কাউন্সেলিংয়ে। এখনও পর্🌌যন্ত আটদিনে ৪৫০০জ꧒ন চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হলেও ৪৫০-রও বেশি প্রার্থী হাজির হননি।