লকডাউনে আগে𝕴ই হারিয়েছেন কাজ। ফুরিয়ে আসছিল সঞ্চয়টুকুও। তাই দেড় বছরের ছেলের দুধ কিনতে পারছিলেন না বাবা। সঙ্গে উপরি পাওনা ছিল স্ত্রীর গঞ্জনা। সহ্য না করত𒉰ে পেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনা বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জামরুলতলার ঘটনা।
দু’বেলা দু’মুঠো ভাতের জন্য নদীই🅠 ছিল ভরসা। লকডাউনের জেরে অনটনে ছেলের জন্য দুধ কিনতে না পেরে সেই নদীর পাড়েই বিষ খেয়ে আত্মঘাতী হলেন তুষার পাল (২৫)। ইছামতি থেকে বালি তোলার করতেন তুষার। বা🍌ড়িতে ছিল দেড় বছরের ছেলে আর স্ত্রী। লকডাউনের পর থেকে কাজ বন্ধ। ধীরে ধীরে ফুরিয়ে আসছিল জমানো পুঁজি। ছেলের জন্য দুধ কেনার পয়সাটুকুও ছিল না।
এই নিয়ে রবিবার সকালে স্ত্রী রুমকির সঙ্গে বিবাদ বাঁধে তুষারের। ছেলের দুধ জো🧸গাড় করতে না পারায় তাঁকে গঞ্জনা দেন স্ত্রী। এর পর বাড়ি থেকে বেরিয়ে যান তুষার।
বেশ কিছুক্ষণ পর তাঁকে ইছামতী নদীর পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতไে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তুষার।
নিছক দাম্পত্য কলহ থেক🌃ে অভিমানে আত্ম🀅হত্যা, না কি রয়েছে অন্য কোনও রহস্য। জানতে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।