গোটা দেশে এখন একটাই আলোচনার বিষয় হয়ে উঠেছে, ২ হাজার টাকার নোট বাতিল নিয়ে। কেন এই 🉐নোট চালু করা হয়েছিল? বাতিলই বা করতে হল কেন? কালো টাকা কি ধরা পড়ল? সহ নানা প্রশ্ন তুলছেন আমজনতা। এবার নোট বাতিল নয়, প্রধানমন্ত্রীকে ভোটে বাতিল করার জন্য লাইনে দাঁড়াতে হবে বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা হিসাবে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।
এই ২ হাজার টাকার নোট বাতিল নিয়ে বিজেপির মেদিনীপুরের সাংসদ দাবি করেন, সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কার🐓ও কারও বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে এই টাকা। এবার সেগুলি বেরোবে। তাই মানুষ খুশি বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। এছাড়া তিনি আজ, শুক্রবার নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার করেন। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক–বিরোধী তরজা তুঙ্গ𒆙ে উঠেছে। তবে ২০০০ টাকার নোট বাতিল নিয়ে মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? এই নোট বাতিল নিয়ে বহু রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন। শাসক–বিরোধী তরজাও চরমে উঠেছে নোট বাতিল নিয়ে। আর গোটা বিষয়টি নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এরকম ൲ডায়লগ গতবারও দিয়েছিল। এবারেও এত লোক এসে মমতার হাতে পায়ে ধরছে। বলছে আপনি আসুন, মোদীর বিরুদ্ধে দাঁড়ান। উনি সাহস পাচ্ছেন না। কারণ উনি জানেন, মোদীজি যা করছেন, দেশের স্বার্থে করছেন। সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কারও কারও বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে। এবার সেগুলি বেরোবে। তাই মানুষ খুꦦব খুশি। যাদের ভয় আছে, ইলেকশনের টাকাটা জলে চলে গেল, তারাই প্রতিবাদ করছে।’
আর কী জানা যাচ্ছে? অভিষেকের নব জোয়ার কর্মসূচিতে শাল♔বনিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আপনার প্রতিক্রিয়া কী? জবাবে বিজেপির মেদিনীপুরের সাংসদ কটাক্ষ করে বলেন, ‘কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওকে একটু রাস্তায় ছাড়ুন। উনি ওকে পাঠিয়েই বুঝে গিয়েছেন কতটা দম আছে। পুলিশ, এনভিএফ, সিভিক পুলিশ এইসব দিয়ে ভিড় করতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই। কিছু কাটমানি খোর গুন্ডা, বদম🌸াইশ আছে। তাও কেউ রাস্তা আটকাচ্ছে, কেউ চোর বলছে। এরকম জননেতা বাড়িতে তৈরি।’