পুজোর আনন্দে মেতেছে বাংলা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা দর্শন। মণ্ডপগুলিতে যেমন ভিড় হচ্ছে, তেমনি যানজট হচ্ছে ཧরাস্তায়। তা সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পুজোয় নিরাপত্তার জন্য মোতায়ন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। তা সত্ত্বেও দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের সুকান্তনগর। মারধরের পাশাপাশি চলল গা﷽ড়ি ভাঙচুর। দুটি গাড়ির রেষারেষিকে কেন্দ্র করে মহাষষ্ঠীর রাতে এই ঝামেলার সূত্রপাত। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: পুজোর অনুদান হাতিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়🎃ায় গ্রামবাসীদের মারধরের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে সুকান্তনগরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। সেই রেষারেষি থেকে ঝামেলার সূত্রপাত হয়। এরপর একটি গাড়ির যাত্রীরা অন্য গাড়িকে থামিয়ে যাত্রীদ🍸ের ওপর হামলা চালায়। তাদের মারধর করে, এমনকী গাড়ির কাচও ভেঙে দেয়। ৩ জনকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যদিও হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
জানা গিয়েছে, গাড়ি দুটি ইএম বাইপাসের রাস্তা ধরে চি🎃ংড়িঘাটা হয়ে নিউটাউনের দিকে যাচ্ছিল।🍬 সেই সময় সুকান্তনগরের কাছে ওই গাড়িটিকে থামিয়ে যাত্রীদের মারধর করে ওপর গাড়ির যাত্রীরা। গাড়িটির পিছনের এবং সামনের কাচ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি সামনের গার্ড ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কারা তাদের মারধর করেছিল? কেনই বা তাদের মারধর করেছিল? সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি পুলিশ। ওই গাড়িটির খোঁজ পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, পুজোয় বেপরোয়া গাড়ি, বাইক রুখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর 🍒পাশাপাশি এ বিষয়ে কোনও অভিযোগ পেলে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত পুজোতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ বেশি থাকে। যার কারণে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে থাকে। তাই প্রত্যেকবারের মতো এবারও পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি পুজোর সময় পথ দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়🍬া হয়েছে। এদিনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।