বাজেট অধিবেশনেও সন্দেশখালি নিয়ে বিক্ষোভে দেখানোর জেরে সাপপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। চলতি অধিবেশনে আর তাঁর অং🌼শ নিতে পারবেন না। সাসপেন্ড হয়ে শুভেন্দু বলেন, 'সাসপেন্ড হয়ে আমি গর্বিত। আমাদের কোনও দুঃখ নেই।'
সোমবার অধিবেশন শুরুতেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু কবে বিজেপি বিধায়করা। তাঁরা ‘সঙ্গে আছি সন্দেশখালি’ লেখা গেঞ্জি পরে বিধানসভা কক্ষে প্রবেশ করেন। দেখেই ক্ষুব্ধ হন স্পিকার তিনি গেঞ্জি খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের। কিন্তু স্পিকারের সেই নিষেধ না শুনে বিক্ষোভ দে꧒খাতে থাকেন বিধায়করা। ওয়েলের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকে꧑ন তাঁরা।
পড়ুন। ওই দু’জনও গ্রেফতার হবে🤡’, শাহজাহান–শিবপ্রসাদ নিয়ে বিস্ফোরক দাবি চিরঞ্জিতের
এরপরඣ হাউসের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে গেলে স্পিকার তাঁদের মানা করতে থাকেন। কিন্তু তা শুনে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।অভিযোগ কক্ষের মধ্যেই, স্লোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তাঁরা।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখন বলেন, 'আপনারা বাইরে গিয়ে যা খুশি করুন।' কিন্তু স্পিকারের সেই কথা শোনেননি তাঁরা। সন্দেশখ𝕴ালি নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখাতেই থাকেন তাঁরা। ক্ষুব্ধ স্পিকার তখন তাঁদের সাসপেন্ড করেন।এ দিন শুভেন্দু ছাড়াও সাসপেন্ড হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষরা।
সাসপেন্ড হওয়ার পর বাইরে বেরিয়েও বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা🌸 মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। সন্দেশখালির মা-বোনেদের জন্য আমরা সাসপেন্ড হꦅয়েছি। আমাদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোব। সাসপেন্ড হয়ে আমি গর্বিত।’
🐼বিধোধী দলনেতা জানান তাঁরা সন্দেশখালির উদ্দেশে আজই রওনা দিচ্ছেন। বিজেপির ৫০ জন বিধায়ক-সহ আজ তাঁরা উপদ্রুত এলাকায় যাবেন বলে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা।🍸
যা বললেন পরিষদীয় মন্ত্রী
শুভেন্দুদের সাসপেন্ড প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘ স্পিকার অধিবেশনের শুরুতেই বিরোধী দলের বিধায়কদের রাজনৈতিক স্লোগান লেখা টিশার্ট খুলে ফেলতে অনুরোধ করেন। কিন্তু তাঁরা রাজি হননি। বিধানসভায় স্লোগান দিতে থাকেন। কাগজ ছিঁড়ে ওড়াচ্ছিলেন। স্পিকার বার বার বিরোধী দলনেতাকে অনুরোধ করℱতে থাকেন এই বিশৃঙ্খলা বন্ধ করার জন্য। এর পর আমি ছ’জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ স্পিকারের কাছে প্রস্তাব হিসাবে পেশ করি।’