নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছꦑে, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত। এদিন অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভির সওয়ালও কোনও কাজে দেয়নি। বরং একটি মোক্ষম বাণে মামলার মুখ ঘুরিয়ে দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন আদালতে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক সাক্ষী ও অভিযুক্তের বয়ানে অভিষেকের নাম পেয়েছে 💞তারা। তার ভিত্তিতেই অভিষেককে তলব করতে চায় ইডি।
এদিন আদালতে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কে কী বলেছে, তার✃ প্রেক্ষিতে তাঁকে তলব করা যায় না। পালটা ইডির আইনজীবী বলেন, ‘অভিষেককে নিয়ে কুন্তল ঘোষ কী বলেছেন, বা অভিষেক নিজে কী বলছেন তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক সাক্ষী ও অভিযুক্ত অভিষেকের নাম করেছেন। তার ভিত্তিতেই তৃণমূল সাংসদকে তলব করতে চায় ইডি।’
এর পর বিচারপতি ডিওয়াই চন্꧑দ্রচূড়ের বেঞ্চের তরফে জানানো হয়, নিয়োগ দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া চলছে হাইকোর্টে। তারা উপযুক্🐷ত কারণেই অভিষেককে জেরার অনুমতি দিয়েছেন। এই মুহূর্তে সেই নির্দেশ বদলে দিলে তদন্তে হস্তক্ষেপের সামিল হবে। তবে তদন্তের কোনও অংশে কোনও আইনি আপত্তি থাকলে তা নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন অভিষেক।
এদিনের রায় নিয়ে মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, দীর꧟্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তদন্তকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে যে এই রকম কোনও চেষ্টার ফাঁদে পা দেবে না তারা।