মাধ্যমিকের টেস্ট পেপারে ফিরল ‘আজাদ কাশ্মীর’ বিতর্ক। পর্ষদের পর এবার ABTA-র টেস্ট পেপারেও দেখা গেল একই শ♛ব্দবন্ধ। বিষয়টিতে ‘ভুল’ স্বীকার করে নিয়েছে সিপিএমের শিক্ষক সংগঠন। টেস্ট পেপারের ওই অংশ বাতিল বলে ঘোষণা করেছে তারা।
এর আগে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে দেখা গিয়েছি𝔍ল বিতর্কিত ওই 💞শব্দবন্ধ। সম্প্রতি ABTA-র টেস্ট পেপার প্রকাশিত হলেও দেখা যায় সেই দুটি শব্দকে।
এর আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল 𝔍মালদহ রামকৃষ্ণ মিশনের মাধ্যমিক টেস্টের প্রশ্নপত্রে ওই শব্দবন্ধের উল্লেখ রয়েছে। এবার একই যুক্তি খাড়া করেছে ABTA. মানচিত্রে ওই এ💦লাকাটি চিহ্নিত করতে বলা হয়েছে।
এবিটিএর তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র অবিকল তুলে ধরা🍒য় এই ভুল হয়েছে। টেস্ট পেপারের ওই অংশকে ইতিমধ্যে বাতিল বলে ঘোষণা করেছে তারা। কী ভাবে এই ভুল হল তা টেস্ট পেপার সংকলনের দায়িত্বে থা🌄কা শিক্ষকদের তদন্ত করে দেখতে বলেছি।
কাশ্মীরের বিস্তীর্ণ অংশ এখনো দখল করে রেখেছে পাকিস্তান। সেই অংশকে ‘স্বাধীন কাশ𝔍𓂃্মীর’ বলে দাবি করে তারা। এমনকী ভারতের অনুমতি ছাড়াই এই ভূখণ্ডে চিনকে অর্থনৈতিক করিডর বানানোর অনুমতি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের প্রায় কোনও নিয়ন্ত্রণই নেই উপজাতি অধ্যুষিত এই দুর্গম এলাকায়। সেই সুযোগে এই এলাকায় নিজেদের ঘাঁটি গড়ে তুলেছে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। ℱএবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup