Durga Pujo Parikrama 2024: আর যাবে না ট্রামে চেপে ঠাকুর দেখা, ভলভো-এসি-ননএসি তে পুজো পরিক্রমা, জলযানও আছে Updated: 24 Sep 2024, 10:55 AM IST Satyen Pal Share দুর্গাপুজো প্রায় এসে গেল। এবার বাসে চেপে ঘুরে দেখুন কলকাতা ও শহরতলির প্যান্ডেল। 1/4এবার আর ট্রামে চড়ে পুজো দেখা যাবে না। তবে রাজ্যে সরকারের পরিবহণ নিগম অবশ্য পুজো দেখার জন্য একাধিক ব্যবস্থা করছে যা যথেষ্ট আরামদায়ক। এবার ভলভো, এসি, নন এসি বাসে ঠাকুর দেখা যাবে। সেই সঙ্গেই জলযানের ব্যবস্থাও থাকছে। সেক্ষেত্রে এবার যদি পুজোয় কলকাতায় থাকেন তবে সরকারি উদ্যোগে পুজো পরিক্রমায় অংশ নিতেই পারেন। 2/4ট্রাম কার্যত উঠে যাচ্ছে কলকাতার রাস্তা থেকে। নির্দিষ্ট কয়েকটি রুটে থাকবে জয়রাইড। সেকারণে এবার আর পুজো দেখা যাবে না ট্রামে। তবে এবার ষষ্ঠী থেকেই শুরু হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় পুজো পরিক্রমা। 3/4শহরের একাধিক বিগ বাজেটের পুজো তো রয়েছেই। সেই সঙ্গেই বনেদি বাড়ির পুজো দেখানো হবে। শহরতলিতে জয়রামবাটি, কামারপুকুর সহ জেলার পুজো দেখানোর ব্যবস্থাও থাকছে। ধান্যকুড়িয়া, আড়বেলিয়াতেও পুজো দেখানোর ব্যবস্থা করা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) 4/4একাধিক বেসরকারি সংস্থাও এই পুজো পরিক্রমার ব্যবস্থা করছে। সেখানে শোভাবাজার রাজবাড়ি, দর্জিপাড়া মিত্র বাড়ি, ছাতুবাবু, লাটু বাবুর পুজো, রানি রাসমণির বাড়ির পুজো, সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো থাকছে। সঙ্গে খাবারের ব্যবস্থাও থাকছে। সেক্ষেত্রে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনই বুকিং না করলে ফসকে যেতে পারে সুযোগ। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি