কলকাতায় এসে তৃণমূল সরকারের কেন্দ্রের বিরুদ্ধে তোলা বঞ্চনার অভিযোগের জবাব দলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বুধবার ধর্মতলায় বিজেপির সভা থেকে তিনি বলেন, UPA জমানার ২ লক্ষ কোটি টাকার বদলে বাংলাকে🧜 ৮ লক্ষ কোটি টাকা দিয়েছে মোদী সরকার।
এদিন শাহ বলেন, ‘আমরা মমতাদির কাছে অনেকবার হিসাব চেয়েছি। উনি পালটা প্রশ্ন করেন, মোদীজি বাংলার জন্য কী করেছেন? আমি হিসাব নিয়ে এসেছি। কান খুলে শুনুন। যে UPA-এ সরকারে আপনি মন্ত্রী ছ𒐪িলেন, সমর্থন করেছেন তারা বা🍰ংলাকে মাত্র ২ লক্ষ কোটি টাকা দিয়েছিল। মোদীজি ৯ বছরে ৬ লক্ষ ৭০ হাজার কোটি টাকা দিয়েছেন’।
খুঁটিনাটি হিসাব দিয়ে শাহ বলেন, ‘এছাড়াও আমরা ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দিয়েছি। যা আগের সরকারের সাড়ে তিন গুণ। আপনি ধরনা দিচ্ছেন। আপনি যখন সরকারকে সমর্থন করতেন তখন তো কম পয়সা দিত। UPA ෴সরকার ১৪ হাজার কোটি টাকা দিয়েছিল। মোদীজি ৫৪ হাজার কোটি টাকা দিয়েছেন। ১০০ দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। জাতীয় সড়কের জন্য মোট ৭০ হাজার কোটি। রেলে প্রায় ১৬ হাজার কোটি। বন্দরে ১ হাজার কোটি। সেচে ৩০০০ কোটি। সব মিলিয়ে আপনার ২ লক্ষ কোটি টাকার জায়গায় ভারতীয় জনতা পার্টি ৮ লক্ষ কোটি টাকা দিয়েছে’।
শাহ বলেন, ‘মোদীজি লাখ লাখ কো♓টি কোটি টাকা বাংলায় পাঠান তৃণমূলের সিন্ডিকেট তা মানুষের কাছে পৌঁছতে দেন না’।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু করেছে তৃণমূল। বুধবারও রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কালো পোশাক পরে আসেন বিরোধীরা। বিধানসভায় যান মুখ্যমন্ত্রীও। অধিবেশন শেষে🌃 কেন্দ্রীয় বকেয়া মেটানোর দাবিতে বিধানসভা চত্বরে ধরনা দেন তৃণমূল বিধায়করা। ধরনায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।