দুবাইতে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়। বিমানবন্দরের ৪ এ গেট দিয়ে ভেতরে ঢুকছিলেন তিনি। আটকানো হয় তাঁকে। অভিবাসন দফতর তাকে বিমানে উঠতে দেয়নি। এরপর খবর যায় ইডির কাছে। তার সঙ্গেই আসে ইডির হাজিরার নোটিশ। এবার এনিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুন🌜। একেবারে খোলা চ্যালেঞ্জ। সেই সঙ্গেই জানিয়ে দিলেন সেই বহু চর্চিত সেই বক্তব্য, বলুন তদন্ত করতে হবে না, আমি ফাঁসি দিয়ে দেব।
তবে তার সঙ্গেই অভিষেক জানিয়েছেন, আমার সঙ্গে লড়াই করে পারছে না। তাই স্ত্রী সন্তানকে টানছে। অভিষেকের সংযোজন, সেই গত বছর ইডি তলব করেছিল আমার স্ত্রীকে। এরপর থেকে আর রুজিরাকে তলব করেনি। প্রায় ১২ মাস । তলব করেনি। যখন থেকে নবজোয়ার শুরু হয়েছে তখন থেকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ২ বছরের ছেলে, ৯ বছরের মেয়েকেও আটকানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের দোষ কি? ও𒁃রা আমার সন্তান?
এদিকে অভিষেকের ফের হুঁশিয়ারি প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন। অন্য❀দিকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এর আগে বিমানবন্দরে রুজিরার কাছে সোনা পাওয়া গিয়েছিল। এদিন তা নিয়ে অভিষেক জবাব দেন। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি। ২ গ্রাম সোনা পাচার করেছে প্রমাণ করুণ। সিসি ক্যামেরা তো সিআইএসএফের হাতে। ৫০০ সিসি ক্যামেরা আছে বিমানবন্দরে। অভিষেক বলেন, বিজেপির ক্ষমতা নেই আটকানোর। ইডি সিবিআইয়ের ভরসায় আছে। তবে সূত্রের খবর, দুবাই যাবেন বলে আগেই ইডিকে ইমেল করা হয়েছিল। তারপরেও এদিন আটকানো হল বিমানবন্দরে। প্রশ্ন তুলেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। তবে সূত্রের খবর এবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় চলছে। তবে এসবের মধ্যে ৮ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রুজিরাকে।
মমতা বলেন, একটা পাঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ। ইডিকে আগেই জানিয়েছিল যাবে বলে। তখনই বলতে পারত এয়ার পোর্টে গিয়ে নোটিশ ধরানো… দানবীয় ব্যা🍌🃏পার চলছে।
তবে ওয়াকিবহাল মহলের মতে, সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইডির প্রধান সঞ্জয় মিশ্র। রুজিরাকে নোটিশ সংক্রান্ত ব্যাপারে তখন থেকেই♏ কি প্রস্তুতি চলছিল? অনেকেই অঙ্ক মেলানোর চেষ্টা করছেন ।তবে রুজিরা বন্দ্যোপাধ্য়ায় আদৌ ইডির🅘 ডাকে সাড়া দেবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন।