নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলের বিরুদ্ধে উঠছে বিস🦩্ফোরক অভিযোগ। দাবি, চাকরি দেওয়ার নামে টাকা তুলতে এলাকায় দালাল নিয়োগ করেছিলেন অয়ন। টাকা নিয়েও চাকরি দিতে না পারায় শেষে আত্মঘাতী সেই দালাল ও তাঁর ছেলে। এমনকী সুইসাইড নোট☂ে ছিল অয়নের নাম। তার ভিত্তিতে ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও দায়ের হয়েছিল।
২০১৮ সালের ১১ অক্টোবর হুগলির দেবানন্দপুরে শ্রীকুমার চট্টোপাধ্যায় ও তাঁর ছেলে রূপকুমার আত্মঘাতী হন। শ্রীকুমারবাবুর লেখা সুইসাইড নোটে অয়নকে মৃত্যুর জন্য দায়ী করেছিলেন তিনি। স্থানীয়দের দাবি, শ্রীকুমারবাবু ও তাঁর ছেলেকে চাকরি দেওয়ার নামে টা𒐪কা তোলার কাজে নিয়োগ করেছিলেন অয়ন। হুগলিꦰ জেলার বিস্তীর্ণ এলাকা থেকে টাকা তোলেন বাবা ও ছেলে। কিন্তু কারও চাকরি হয়নি। এর পর টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন চাকরিপ্রার্থীরা। সেই চাপে আত্মঘাতী হন ২ জন। এর পর শ্রীকুমারবাবুর স্ত্রী অয়নের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। পুলিশের দাবি, সেই ঘটনার তদন্ত চলছে।
স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় সবাই অয়নকে ভদ্রলোক বলেই চেনেন। তাঁর বাবা - মাও অত্যন্ত সজ্জন মানুষ। বাম জমানায় হুগলি জ🎀েলা প্রাথমিক শিক্ষা সংসদে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন অয়ন। সঙ্গে কম্পিউটার সারাতেন তিনি। এর পর প্রোমোটারি শুরু করেন। এলাকাবাসীর দাবি, আমরা জানতাম প্রোমোটারি করে ও টাকা করেছে। কিন্তু তার পিছনে যে এত খেলা রয়েছে তা তো সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম।