ইন্ডিয়া জোট তৈরি হয়ে গিয়েছে। তামাম বিরোধীরা একজোট হয়েছে। আর সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নাম প্রস্তাব করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে যে প্রধানমন্ত্রী হতে চান না সেটা বুঝিয়ে দিয়েছেন। বিজেপি ভেবেছিল যোগ্য হিসাবে তৃণমূল সুপ্রিমো এই পদের দাবি করবেন। সেটা না হওয়ায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আজ, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪ সালের লোকসভ🌸া নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছুড়েছেন অগ্নিমিত্রা 🐼পাল।
এদিকে তৃণমূল সুপ্রিমো জোটের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম প্রস্তাব করেছেন। অপরদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও বলেছিলেন। এটা যদি বাস্তবে ঘটে তাহলে জাতীয় রাজনীতিতে ওই কেন্দ্রটিই সবচেয়ে নজরকাড়া কেন্দ্র হয়ে উঠবে। কিন্তু এমন কথা শুনে এবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পাল্টা প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সাহস থাকে তাহলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে ওখানে না দাঁড় করিয়ে নিজে দাঁড়াক। আপনি কি প্রধানমন্ত্রী হতে চান? ওই কেন্দ্রে একমাত্র মানাবে প্রধানমন্ত🥂্রীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে।’
অন্যদিকে এই কথা বললেও তা নিয়ে কোনও মন্তব্য করেননি বাংলার মুখ্যমন্ত্রী। কারণ নিজের সিদ্ধান্ত তিনি জোটের বৈঠকেই জানিয়ে দিয়েছেন। তারপর অগ্নিমিত্রার এই চ্যালেঞ্জ বেমানান বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে অগ্নিমিত্রা এদিন কংগ্রেসকেও তুলোধনা করেছেন। তাঁর কথায়, ‘কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বাংলায় কাঁদেন স্থানীয় নির্বাচনে কংগ্রেস কর্মী মারা গেলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে। তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন। আর সোনিয়া গান্ধী নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন। সুন্দর বন্ধুত্ব দেখা যায়। এবার অধীরবাবু কী উত্তর দেবেন আক্রান্ত পরিবারগুলিকে? এখন তো তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে।’
আরও পড়ুন: রাজ্যের ১০টি বিশ্ববিদ্যা♓লয় উপাচার্যহীন হয়ে পড়তে চলেছে, জটিলতার আশঙ্কা
এছাড়া তৃণমূল কংগ্রেসের অনেক নেতা–মন্ত্রীই মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করছেন। এমনকী অনেকে প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও নানা সভা–সমাবেশ থেকে বলতে শুরু করেছেন। কিন্তু তৃণমূল সুপ্রিমো এই নিয়ে কোনও কথা বলছেন না। একবারই শুধু বলেছিলেন, বাংলাই ইন্ডিয়া জোটকে নে💟তৃত্ব দেবে। তার বেশি কিছু বলেননি। এখন আসন সমঝোতা নিয়ে অন্যান্য দলের সঙ্গে কথা চলছে। বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চায় তৃণমূল। সেখানে কংগ্রেসের দাবি ৭টি।