কে খুন করেছে ট্যাংরার দে পরিবারের ২ বধূকে। সেই গোলকধাঁধা সমাধানের দিকে এক পা এগোল পুলিশ। সূত্রের খবর, ভাই প্রসূন দেই খুনি বলে জানিয়েছেন দাদা প্রণয় দে। তবে প্রণয়ের বক্তব্য এখনই বিশ্বাস𝓀 করতে চাইছে না লালবাজার। এব্যাপারে প্রসূন ও প্রণয়ের ছেলের বক্তব্য যাচাই করে দেখতে চাইছে তারা।
গত বুধবার ট্যাংরায় অটল শূর লেনে উদ্ধার হয় সম্ভ্রান্ত চর্মব্যবসায়ী পরিবারের ২ বধূ সুদেষ্ণা দে ও রোমি দের দেহ। সঙ্গে রোমি দের কন্যা প্রিম্বদার দেহও ওই বাড়ি থেকে উদ্ধা▨র করে পুলিশ। ওদিকে বাইপাসে এক গাড়ি দুর্ঘটনার পর পুলিশ সুদেষ্ণা ও রোমির স্বামী যথাক্রমে প্রণয় দে ও প্রসূন দেকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রণয়ের ছেলেকেও। প্রথমে দেনার দায়ে সপরিবারে আত্মহত্যার দাবি করলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় সুদেষ্ণাদেবী ও রোমিদেবীকে খুন 🌌করা হয়েছে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে প্রিয়ম্বদার। এর পরই প্রশ্ন ওঠে, তাহলে খুন করল কে।
ওদিকে শনিবারই বড়ভাই প্রণয় দেকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। তার ঠিক আগে জানা যায়, পুলিশকে জেরায় প্রণয় জানিয়েছেন, নিজের স্ত্রী রোমি ও বউদি সুদেষ্ণাকে খুন করেছেন ছোট ভাই প্রসূন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হাতের শিরা ও গলার ন✃লি কেটে খুন করা হয়েছে ওই ২ বধূকে। তবে প্রণয়ের কথা এখনই বিশ্বাস করছেন না পুলিশ আধিকারিকরা। এব্যাপারে প্রসূন ও প্রণয়ের ছেলেকে জেরা করতে চান তাঁরা।
তব⛦ে আইনজ্ঞরা বলছেন, ভাইয়ের ঘাড়ে খুনের দায় চাপিয়ে নিষ্কৃতি পেতে পারবেন না প্রণয়। কারণ খুনে তিনি বাধা দেননি। ফলে তাঁর বিরুদ্𒀰ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ থাকবেই।