সম্প্রতি বাস ভাড়া নিয়ে হাইকোর্টের রায়ের পর ফের মাথাচাড়া দিয়েছে ভাড়া বাডা়নোর দাবি। এই পরিস্থিতে আজ শুক্রবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও সচিব সৌমিত্র মোহন বৈঠকে বসবেন বাস মালিকদের সঙ্গে। মালিকদের দাব𒅌ি, গত পাঁচ বছরে এক টাকাও বাস ভাড়া বাড়ানো হয়। কিন্তু জ্বালানি ও অন্যান্য খরচ উত্তোরত্তর বেড়েছে। এই অবস্থায় ভাড়া বাড়ানো ছাড়া তাদের কাছে আর উপায় নেই।
একটি মামলার প্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্ট রায় দেয় বেসরকারি বাস🃏 ও মিনিবাসকে রাজ্য সরকারের নির্ধারিত হারেই বাস ভাড়া নিতে হবে। সেই সঙ্গে বাসের মধ্যে ভাড়ার চার্ট রাখতে হবে। করোনার পরবর্তীকালে বাস ও মিনিবাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুললেও তা মানেনি রাজ্য সরকার। কিন্তু বেসরকারি বাসগুলি নিজেদের মতো ভাড়া বাড়িয়ে নিয়েছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় বিচারপতি সরকারি ভাড়া মানতে ন༺ির্দেশ দেন বাস মালিকদের। তাই ভাড়া বৃদ্ধির পক্ষে মালিকরা ফের সুর চড়া করতে শুরু করে।
প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে দু'টি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। সেই জোড়া কমিটি বেশ কিছু সুপারিশ করে। সেইﷺ সুপারিশ ঠান্ডা ঘরেই পড়়ে আছে।
মালিক সংগঠনগুলি জানিয়েছে, তারা এই বৈঠকে ভাড়া বৃদ্ধির পক্ষে জোরালো সওয়াল করবে। এক বাস মালি✤কের কথায়, 'আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমরা পরিবহণমন্ত্রী ও সচিবের কাছে বাস্তব ছবিটা তুলে ধরব। তাতেও যদি রাজ্য সরকার ভাড়া বাড়াতে রাজি না হয় তবে বাসে ধর্মঘটের পথে যাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। দাবি না ম𝔉িটলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।'
সূত্রের খবর, আজকের বৈঠকে ভাড়া না বাড়ানো হলে আগামী ১৫ মে বাস মালিকরা ধর্মঘটের পথে যেতে পাꦏরেন।