১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে গত বিধানসভা নির্বাচনের পর থেকে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির দাবি, কাজ না করিয়েই ১০০ দিনের টাকা গায়েব করে দিয়েছেন তৃণমূলি প্রধানরা। পালটা তৃণমূলের দাবি কাজ করিয়ে টাকা দিচ্ছে না কেন্দ্র। এই দুয়ের দড়িটানাটানির মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাꦰইকোর্ট। উত্তর দিনাজপুরে ১০০ দিনের কাজে♉ দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত করবেন জেলাশাসক। নজরদারি করবেন পঞ্চায়েত দফতরের সচিব। ২ মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট।
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উত্তর দিনাজপুরে ১০০ দিনের কাজে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার তদন্ত করবেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তদন্তের ওপর নজরদারি চালাবেন পঞ্চায়েত সচিব। তদন্তের অগ্রগতি জানিয়ে প্♐রতি সপ্তাহে পঞ্চায়েত সচিবকে রিপো꧋র্ট দিতে হবে জেলাশাসককে। ২ মাসের মধ্যে শেষ করতে হবে এই তদন্ত।
রাজ্যের সঙ্গে কেন্দ্রের টানাপোড়েনের কেন্দ্রে এই ১০০ দিনের প্রকল্পের টাকা। আদালত জানিয়েছে, তদন্তে দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্ত প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আদালতের এই নির্দেশের জেরে ১০০ দিনের কাজে দুর্নীতি নিয়ে রাজ্যের ꦜওপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে।