কাঁথি পুরসভার গ্রিন সিটি মিশন দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের মতে, রাজ্যের বক্তব্য না𝓀 শুনেই এমন নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে হয়রানি করার অভিযোগে কাঁথির এসডিপিও-কে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: 'নেচে-নেচে মঞ্চে কথ👍া বলেন, উনি এতই অশিক্ষিত…', SSC নিয়ে মমতাকে আক্রমণ অভিজিতের
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একের পর এক রাজ্য সরকারের ꦬবিরুদ্ধে একাধিক রায় দিয়েছিলেন। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। পরে সকলকে বিস্মিত করে গত মার্চে বিচারপতির পদ ♚থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। এখন তিনি তমলুকের বিজেপি প্রার্থী।
গত বছরের নভেম্বরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জরিমানার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ ছিল, কৃষ্ণেন্দু অধিকারীকে সাক্ষী হিসেবে তলব করে আয়করের হিসেব চাওয়া হয়েছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে কাঁথির এসডিপিও-কে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ ছিল, সেই টাকা এসডꩲিপিও-কে নিজের পকেট থেকে দিতে হবে।
সেই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ‘সরকারকে বক্তব্য রাখার সুযোগ না দিয়েই গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন।🧔’ বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এই ধরনের নির্দেশ মোটেও কাঙ্খিত নয়।’
সোমবার এই মামলায় রাজ্𝓰যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দতꦗ্ত ডিভিশন বেঞ্চের কাছে জানান, ওই মামলায় সেই সময় রাজ্যের তরফে কোনও আইনজীবী ছিলেন না। তাছাড়া নির্দেশেও কিছু রেকর্ড করা হয়নি। যেদিন আদালতে আবেদন করা হয়েছিল সেদিনই নির্দেশ দেওয়া হয়েছিল।
এর পাশাপাশি সরকারের বিরুদ্ধে অভিজিতের একাধিক নির্দেশের কথাও উল্লেখ করেছেন। যদিও প্রধান বিচারপতির ডিভিꦑশন বেঞ্চ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেনি। তবে সরকারের বক্তব্য শোনা হয়নি বলে নির্দেশ বাতিল করে দেয়।
ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ করে অভিজিতের নির্দেশ বাতিল করলেও কৃষ্ণেন্দুর আবেদন বাতিল করেনি। আগামী জুন মাসে মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দিয়েছে আদালত। নির্দিষ্ট বিচারপতির কাছে শুনানির জন্য মামলাটি তাল♏িকাভুক্ত করতে রেজিস্ট্রার নির্দেশ দিয়েছে।