কলকাতায় গাড়ি পার্কিং করতে ঘাম ছোটে অনেকেরই। তবে এবার একেবারে বহুতল গাড়ি পার্কিং কলকাতার আলিপুরে। মাল্টি লেভেল কার পার্কিং। চিডি়য়াখানায় গাড়ি নিয়ে বেড়াতে গেলে এবার আর পার্𒆙কিং নিয়ে ভাবতে হবে না। একেবারে ৬ তলা বিশিষ্ট পার্কিং লট। সব মিলিয়ে অন্তত ৪০০টি গাড়ি ঠাঁই পাবে এই গাড়িতে।মুখ্যমন্ত্রীর দেওয়া নাম সম্পন্ন। কী কী থাকতে পারবে এই পাার্কিং লটে?
পূর্ত দফতর সূত্রে খবর, সব মিলিয়ে ৩৩০টি গাড়ি ও ৫৫টি বাইক, ২০টি বাস রাখা যাবে এই পার্কিং লটে। একেবারে আধুনিকতম ব্যবস্থা। কাছেই থাকবে ফুড💫 কোর্ট। সেখানে কিছুটা সুলভে খাওয়া দাওযা করে নেওয়া যাবে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্কিং লটের উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাশেই আলিপুর চিড়়িয়াখানা। কাছেই আলিপুর জেল সংগ্রহশালায়𒀰।সেখানে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের আর রাস্তার ধারে গাড়ি দাঁড় করাতে হবে না। এখানে গাড়ি রাখলে যেমন সুরক্ষিত থাকবে তেমনি রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো না থাকায় অন্যান্য গাড়ির গতিও বাড়বে। এদিকে আগামীদিনে এই কার পার্কিং লট আরও চারটি তলা বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দღিয়েছেন তিনি।
এর সঙ্গেই মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগামী পয়লা বৈশাখের আগে ধনধান্য স্টেডিয়ামও খুলে দℱেওয়া হবে। শাঁখের মতো দেখতে এই স্টেডিয়াম। এই স্টে🦋ডিয়ামকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।
এর সঙ্গে প্য়ানি🐻ক বাটন নিয়েও মতামত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শহরের সমস্ত গাড়ির সুরক্ষার উপর নজর রাখা হবে। কোনও কারণে গাড়ির আরোহী বা চালক সমস্যায় পড়লে তিনি পꦜ্যানিক বোতাম টিপতে পারেন। আর তখনই গাড়ির কাছে পৌঁছে যাবে পুলিশ। মূলত সুরক্ষার উপর এদিন জোর দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাস্তায় নারী সুরক্ষไার উপরেও জোর দেন তিনি। শহরের গাড়ির গতিবিܫধি, গতি নিয়ন্ত্রণ, নারীদের সুরক্ষা সব ক্ষেত্রে জোর দিচ্ছে পুলিশ প্রশাসন।
তবে এই আধুনিক পার্কিং সিস্টেম নিঃসন্দেহে কলকাতার মুকুট💙ে অন্য়তম পালক হিসাবেই গণ্য করছেন অনেকে। অনেকের মতে, কলকাতায় গাড়ির সংখ্যা ক্রমে বাড়ছে। পার্কিং একটা বড় সমস্যার ব্যাপার। তবে এবার কম জায়গায় বেশি গাড়ি রাখার ক্ষেত্রে নতুন এই ব্যবস্থা কার্যকরী হবে।