নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু বলে খ্যাত সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব করল সিবিআই। সোমবার সকাল সাড়ে দশটায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। গত বুধবার সুজয়কৃষ্ণকে আড়াই ঘণ্টা জেরা করেছিলেন গোয়েন্দারা। তিন🧸ি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কর্মী তা প্রকাশ্যে স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ।
সুজয়কৃষ্ণকে সিবিআই তলব
সূত্রের খবর, সুজয়কৃষ্ণবাবুকে হাজিরা দিতে বলে শুক্রবার বিকেলে নোটিশ পাঠিয়েছে সিবিআই। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে নিজাম প্যালেসে স্ত্রী ও মেয়ের ব্যাঙ্কের নথি নিয়ে তাঁকে হাজির হতে বলা হয়েছে।🙈 গত বুধবার🐎 নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন সুজয়কৃষ্ণবাবু। সেদিন তাঁকে আড়াই ঘণ্টা জেরা করেন গোয়েন্দারা। বয়ানও রেকর্ড করা হয় তাঁর। সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমার কাছে যা নথি চাওয়া হয়েছিল দিয়ে দিয়েছি। আমাকে আর আসতে বলেনি।
তাপসের মুখে শোনা গিয়েছিল নাম
নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম প্রথম প্রকাশ্যে আনেন গোপাল দলপতি। সুজয়কৃষ্🐠ণবাবুকে কালীঘাটের কাকু বলে উল্লেখ করেন তিনি। বলেন, কুন্তুল তাঁকে একাধিকবার বলেছেন যে কালীঘাটের কাকুকে টাকা দিতে হবে। এর পর কালীঘাটের কাকুর নাম বলেন তাপস মণ্ডল।
অভিষেকের সংস্থার পুরনো কর্মী
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার দীর্ঘদিনের কর্মী সুজয়কৃ꧅ষ্ণবাবু। বর্তমানে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি আর্থিক সংস্থার অভিষেক যখন কর্ণধার ছিলেন তখ🦩ন তাঁর বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য ছিলেন সুজয়কৃষ্ণ। এমনকী তাঁর নাম প্রকাশ্যে আসার পর সুজয়কৃষ্ণ স্বীকার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ‘সাহেব’।
সিবিআই সূত্রে খবꦏর, তাপস মণ্ডলসহ গ্রেফতার হওয়া একাধিক অভিযুক্তের মুখে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম শোনা গিয়েছে। যদিও সুজয়কৃষ্ণের দাবি, কু💯ন্তল যদি আমার নাম করে তাহলে সব অভিযোগ মেনে নেব।